ইকনা- খাইফ মসজিদ মিনার একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ মসজিদ। "খাইফ" এমন একটি স্থানকে বলা হয়, যেখানে পাহাড়ি প্রকৃতির তীব্রতা কিছুটা কমে যায়, কিন্তু এখনো পুরোপুরি সমতল ভূমিতে পরিণত হয়নি। এই রকম একটি স্থান সাফা পাহাড়ের পাদদেশে অবস্থিত, আর মসজিদটিও ঠিক সেখানেই নির্মিত হয়েছে। মুসলমানদের বিশ্বাস, প্রায় ৭০ জন নবী এখানে নামাজ আদায় করেছেন, যাদের মধ্যে হযরত মূসা (আঃ) ও হযরত ঈসা (আঃ) রয়েছেন। তাই এই স্থানে নামাজ পড়ার ব্যাপারে অত্যন্ত জোর দেওয়া হয়েছে।