ইকনা- ইরাকের নিরাপত্তা ও প্রশাসনিক কর্তৃপক্ষ পবিত্র আরবাঈন হোসেইনি (আ.) উপলক্ষে দেশের সার্বিক প্রস্তুতির বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। এই প্রস্তুতির মূল উদ্দেশ্য হলো: কোটিরও বেশি দেশি-বিদেশি যেয়ার (যাত্রী) যেন নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যে কারবালায় পৌঁছাতে পারেন এবং মহান এই ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারেন।
00:02 , 2025 Jul 29