IQNA

যে যুদ্ধে জেতার সম্ভাবনা নেই তা কেন চালিয়ে যাচ্ছেন: সৌদিকে ইরানের সর্বোচ্চ নেতা

20:55 - April 12, 2022
সংবাদ: 3471696
তেহরান (ইকনা): ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, দেশে বিদ্যমান কোনো সমস্যাই সমাধানের অযোগ্য নয়। বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য ইরানকে বিভিন্ন জাতির জন্য আকর্ষণীয় আদর্শে রূপান্তরিত করেছে।

আজ (মঙ্গলবার) প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব মন্তব্য করেন।

সর্বোচ্চ নেতা এ সময় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক আলোচনায় ইরানের আলোচক দলের ভূমিকার প্রশংসা করেন। তিনি ফিলিস্তিন ইস্যুতে বলেন, ফিলিস্তিন হচ্ছে জীবন্ত ইস্যু। শত্রুদের ইচ্ছার বিপরীতে প্রতিদিনই এই ইস্যুটি বড় আকার ধারণ করছে। পার্সটুডে

ইয়েমেনিদের সাহসিকতার প্রশংসা করে সৌদি আরবের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানান সর্বোচ্চ নেতা। তিনি সৌদি আরবের উদ্দেশে বলেন, 'আপনারা জিততে পারবেন না বলে নিশ্চিত হওয়ার পরও কেন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন?'

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ভিয়েনায় তার দেশের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা সঠিক পথে এগুচ্ছে। তিনি আরো বলেছেন, এ আলোচনায় এখন পর্যন্ত ইরান আমেরিকার অত্যধিক চাহিদা প্রতিহত করেছে এবং সামনের দিনগুলোতেও এসব চাহিদা মেনে নেবে না।

তবে তিনি ভিয়েনায় ফলাফল পাওয়ার আশায় বসে না থেকে দেশের সমস্যা অভ্যন্তরীণভাবে সমাধান করার আহ্বান জানিয়ে বলেন, পাশ্চাত্যের সঙ্গে আলোচনায় ইতিবাচক বা নেতিবাচক যে ফলই আসুক না কেন তা যেন দেশের উন্নতি ও অগ্রগতির পথে অন্তরায় সৃষ্টি না করে।

ভাষণের অন্য অংশে আয়াতুল্লাহ খামেনেয়ী সৌদি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ইয়েমেনি জনগণের ভূয়সী প্রশংসা করেন।

ইয়েমেনের ওপর আগ্রাসন বন্ধ করার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা যখন উপলব্ধি করেছেন যে, এই যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয় তখন এ যুদ্ধ চালিয়ে যাচ্ছেন কেন? এর পরিবর্তে ভিন্ন কোনো উপায় বের করে ইয়েমেন থেকে সরে পড়ুন। ইরানের সর্বোচ্চ নেতা জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেনে সম্প্রতি ঘোষিত যুদ্ধবিরতির প্রশংসা করেন।

দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে ইফতারপূর্ব বৈঠকে সর্বোচ্চ নেতা ফিলিস্তিন প্রসঙ্গেও বক্তব্য রাখেন।ইহুদিবাদী ইসরাইলে ফিলিস্তিনি যোদ্ধাদের সাম্প্রতিক বীরোচিত অভিযানগুলোতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ফিলিস্তিন হচ্ছে জীবন্ত ইস্যু। শত্রুদের ইচ্ছার বিপরীতে প্রতিদিনই এই ইস্যুটি বড় আকার ধারণ করছে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, এভাবে চলতে থাকলে আল্লাহর ইচ্ছায় ফিলিস্তিনি জনগণ তাদের কাঙ্ক্ষিত বিজয় অর্জন করবেই।

iqna

captcha