IQNA

ভারতে হিজাব বিতর্কে ওআইসির উদ্বেগ

20:31 - February 15, 2022
সংবাদ: 3471438
তেহরান (ইকনা): কর্ণাটকের হিজাব বিতর্ক ইতিমধ্যেই বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। সম্প্রতি হিজাব বিতর্ক ও ভারতে বাড়ন্ত ইসলামভীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসলামি সহযোগিতা সংস্থা-ওআইসি।

সোমবার (১৪ ফেব্রুয়ারি)  এক টুইটে ওআইসির পক্ষে সংস্থাটির জেনারেল সেক্রেটারি ইবরাহিম তাহির বিষয়টি নিয়ে উদ্বেগ জানান।
 
টুইটারে উত্তরখন্ডের হরিদ্বারে উগ্র 'হিন্দুত্ববাদীদের দ্বারা মুসলিম গণহত্যা', সামাজিক যোগাযোগমাধ্যমে মুসলিম নারীদের হয়রানি এবং কর্নাটকে মুসলিম মেয়েদের হিজাব পরিধানে বাধাদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, ‘ভারতে মুসলিমদের লক্ষ্যবস্তু বানাতে ধারাবাহিক হামলা, বিভিন্ন রাজ্যে মুসলিম বিরোধী আইন প্রণয়নের সাম্প্রতিক প্রবণতা এবং মুসলিমদের ওপর সহিংসতা বৃদ্ধির ঘটনা ভারতে ইসলামভীতি বৃদ্ধির আলামত।’
 
সংস্থাটির জেনারেল সেক্রেটারি  আন্তর্জাতিক মহল বিশেষ করে জাতিসংঘ এবং মানবাধিকার কাউন্সিলের কাছে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানান।  
তিনি ভারত সরকারের প্রতি মুসলিম জনগোষ্ঠীকে নিরাপত্তা প্রদানের প্রতি জোর দিতে আহ্বান জানান এবং ঘৃণা বিদ্বেষ ছড়ানো ব্যক্তিদের আইনের আওতায় আনতে বলেন। 
 
এদিকে কর্ণাটকের হিজাব কাণ্ডের সমালোচনা ঘিরে ওআইসির এই সমালোচনাকে সাম্প্রদায়িক মানসিকতার নামান্তর বলে আখ্যা দিয়েছে দিল্লি। iqna
captcha