IQNA

ইরানের ৪৩তম বিপ্লব বার্ষিকী উপলক্ষে কাতারের আমিরের অভিনন্দন

15:49 - February 12, 2022
সংবাদ: 3471419
তেহরান (ইকনা): ইরানের ইসলামি বিপ্লবের ৪৩তম বিজয় বার্ষিকী উপলক্ষে বিশ্বের বহু নেতৃবৃন্দ অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

কাতারের আমির তামিম বিন হামাদ আলে সানি এবং কাতারের প্রধানমন্ত্রী খালেদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আলে সানি প্রেসিডেন্ট রায়িসিকে পৃথক পৃথক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
 
বিজয় বার্ষিকী উপলক্ষে আরও বার্তা পাঠিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পদস্থ নেতৃবৃন্দ। আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল-নাহিয়ান প্রেসিডেন্ট রায়িসিকে পাঠানো তাঁর বার্তায় ইরানের জনগণকেও অভিনন্দন জানান। আমিরাতের নেতৃবৃন্দের মধ্য থেকে আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দুবাইর গভর্নর মুহাম্মাদ বিন রাশিদ আল মাকতুম, আবুধাবির ক্রাউন প্রিন্স এবং সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানও পৃথক বার্তায় প্রেসিডেন্ট রায়িসিকে ৪৩তম বিপ্লব বার্ষিকী উপলক্ষে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। 
 
কুয়েতের আমির, প্রধানমন্ত্রী ও প্রিন্স পৃথক পৃথক বার্তায় ইরানের বিপ্লব বার্ষিকীতে প্রেসিডেন্ট রায়িসিসহ সকল জনগণকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন। আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আস-সাবাহ তাঁর বার্তায় ইরানের উত্তরোত্তর সাফল্য ও উন্নতি কামনা করেন। iqna
captcha