IQNA

হজযাত্রীদের জন্য প্রস্তুত হচ্ছে মক্কার মসজিদ

0:04 - July 14, 2021
সংবাদ: 3470316
তেহরান (ইকনা): সীমিতসংখ্যক যেসব মুসল্লি এ বছর হজের অনুমোদন লাভ করেছেন তাদের জন্য প্রস্তুত হচ্ছে মক্কার সংশ্লিষ্ট মসজিদগুলো। এরই মধ্যে আরাফা ময়দানের মসজিদে নামিরা এবং মুজদালিফার আল-মিসার আল-হারাম মসজিদ হাজিদের বরণ করতে প্রস্তুত হয়েছে।

মসজিদের পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি মসজিদ দুটিতে নতুন কার্পেট বিছানো হয়েছে। প্রায় ৩২ হাজার স্কয়ার মিটার নতুন কার্পেট বিছানো হয়েছে। সৌদি আরবের হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয় এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, হাজিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সৌদি সরকারের নেওয়া কর্মসূচির অংশ হিসেবেই তারা হাজিদের জন্য সংশ্লিষ্ট মসজিদগুলো প্রস্তুত করছে। এরই অংশ হিসেবে তারা মসজিদে প্রবেশ ও বের হওয়ার জন্য পৃথক রাস্তা নির্ধারণ করেছে, মসজিদের ভেতরে সামাজিক দূরত্ব ও হাজিদের স্বাস্থ্য উপকরণ সরবরাহের ব্যবস্থা করেছে।

হজের নিয়ম অনুযায়ী আরাফার দিন হাজিরা মসজিদে নামিরা ও তার আশপাশে জোহর ও আসর একত্রে আদায় করে। একই দিন শেষে হাজিরা মুজদালিফায় মাগরিব ও এশার নামাজ একত্রে আদায় করে।

সৌদি গেজেট অবলম্বনে

ট্যাগ্সসমূহ: মসজিদ ، উমরা ، হজ ، ইকনা ، হাজি ، স্বাস্ত্য
captcha