IQNA

মুসলমানদের হত্যার প্রতিবাদে নাইজেরিয়ার বিভিন্ন শহরে বিক্ষোভ + ছবি

15:32 - December 25, 2015
সংবাদ: 3469140
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি নাইজেরিয়ার জারিয়া শহরে শিয়া মুসলমানদের ওপর সেনাবাহিনীর বর্বরোচিত হত্যাকাণ্ড এবং আল্লামা শেইখ জাকজাকির গ্রেফতারের প্রতিবাদে দেশটির উত্তরাঞ্চলে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

বাতা সংস্থা ইকনা: গতকাল (বৃহস্পতিবার) নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো, কাতসিনা এবং সকোতো শহরের বিভিন্ন সড়কে সমবেত হয়ে মুসলমানরা সেনাবাহিনীর পাশবিকতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানানোর পাশাপাশি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করে।
বিক্ষোভকারীরা সেনাবাহিনীর হাতে আটক প্রখ্যাত শিয়া আলেম আল্লামা শেইখ ইব্রাহিম জাকজাকিসহ আটক সব বন্দির মুক্তি দাবি করেন।
কানো বিক্ষোভ মিছিলের আয়োজক আব্দুল হামিদ বলেন, গত ১২ থেকে ১৪ ডিসেম্বর নাইজেরিয়ার জারিয়া শহরে সেনাবাহিনীর হাতে নিহত প্রায় ১,০০০ ব্যক্তির জন্য শোক প্রকাশ করতে বিক্ষোভকারীরা শোক মিছিলে অংশ নিয়েছেন।
লিখিত এক বিবৃতিতে তিনি আরো বলেন, শিয়া মুসলমানদের ওপর সেনাবাহিনীর বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং আটক নেতার প্রতি সমবেদনা জানাতে বিক্ষোভকারীরা এই শোক মিছিলে অংশ নিয়েছেন। এছাড়া, বিবৃতিতে সেনাবাহিনীর এই পাশবিক আচরণের বিচার দাবি করেন তিনি।
গত ১২ ডিসেম্বর নাইজেরিয়ার সেনাবাহিনী দেশটির উত্তরাঞ্চলীয় জারিয়া শহরে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেয়া মুসলমানদের ওপর সরাসরি গুলি চালালে শত শত মানুষ নিহত হয়।
এর একদিন পর সেনাবাহিনী শেইখ জাকজাকির বাড়িতে অভিযান চালিয়ে তাকে সস্ত্রীক আটক করে। এ সময় প্রখ্যাত এই ধর্মীয় নেতাকে রক্ষা করতে আসা শত শত মুসলমানকে সেনাবাহিনী হত্যা করে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।
সেনাবাহিনী দাবী করেছে, ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দেশটির সেনাপ্রধান লে. জেনারেল তুকুর ইউসুফ বুরাতাই’র গাড়ির বহর থামিয়ে দেয়ার চেষ্টা করলে ওই কেন্দ্রে হামলা চালায় সেনাবাহিনী। তবে জাকজাকির নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন সেনাবাহিনীর এই দাবি কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে।
3469130

captcha