IQNA

ইরানের সর্বোচ্চ নেতার উপস্থিতিতে মহররমের অষ্টম রাতের শোকানুষ্ঠান

22:27 - August 28, 2020
সংবাদ: 2611388
তেহরান (ইকনা): ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনী (রহ.)-এর হোসাইনিয়াতে গতরাতে পবিত্র মহররমের শোকানুষ্ঠান পালিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

অনুষ্ঠানে কারবালার অসম যুদ্ধ এবং হুসাইনি আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী এবং হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন রাফিয়ী।

পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন বিখ্যাত ক্বারি কারিম মানসুরি। আর দোয়ায়ে তাওয়াস্সুল পাঠ করেন মাহদি সামাওয়াতি।

ইরানি জনগণের কাছে মহররম মাসের গুরুত্ব অত্যন্ত অপরিসীম। কারণ ৬১ হিজরির ১০ মহররম কারবালার ঐতিহাসিক প্রান্তরে হযরত ইমাম হুসাইন (আ.) ও তাঁর পরিবার-পরিজন শাহাদাতবরণ করেন। এই বিয়োগান্তক ঘটনা ইরানের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করেছে।

১ মহররম থেকে আশুরা পর্যন্ত এই ১০ দিন পুরো ইরানের বিভিন্ন অলি-গলি, পথ-ঘাট, বড় বড় বিলবোর্ড ও চৌরাস্তায় শোকের প্রতীক কালো কাপড়ে শোকগাথা দেখা যায়। iqna

captcha