IQNA

সৌদি আরবে ৫ শিয়া যুবকের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা

0:03 - December 03, 2019
সংবাদ: 2609757
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের ফৌজদারি আদালত সেদেশের পূর্বাঞ্চলীয় কাতিফ প্রদেশের পাঁচ শিয়া যুবকের বিরুদ্ধে আনিত অভিযোগের রায় ঘোষণা করেছে। প্রাথমিক এই রায় তাদের ৫ জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার কথা উল্লেখ করেছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: শিয়া অধ্যুষিত কাতিফ প্রদেশের নাগরিকদের বিরুদ্ধে এধরণের সন্দেহজনক মৃত্যুদণ্ড প্রদান সৌদি শাসক অব্যাহত রেখেছে।

কাতিফের এই পাঁচ যুবককে মানসিক ও শারীরিক নির্যাতন করে তাদের নিকট হতে জোরপূর্বক স্বীকারোক্তি গ্রহণ করার পর রিয়াদের ফৌজদারি আদালত এই পাঁচ যুবকের মৃত্যুদণ্ড প্রদানের প্রাথমিক রয় দেয়।

সৌদি সরকার প্রতি বছর বাক স্বাধীনতার মোকাবিলা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাত দেখিয়ে অনেককেই মৃত্যুদণ্ডসহ বিভিন্ন ধরণের ভারী শাস্তিতে দণ্ডিত করে। এসকল মিথ্যা অভিযোগ সাধারণত আল-সৌদের বিরোধী ব্যক্তিদের উপর দায়ের করা হয়।

কাতিফে বসবাসরত শিয়া মুসলমানেরাও সৌদি শাসকের এই মিথ্যা অভিযোগ থেকে ব্যতিক্রম নয়। প্রতি বছর এই শহরের অনেক নাগরিককেই গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড প্রদান করা হয়।  iqna

captcha