IQNA

আধুনিক যুগের ইসলামিক পোশাক সেলাইয়ের প্রচেষ্টায় ইংল্যান্ডে এক নারী

19:28 - November 26, 2019
সংবাদ: 2609707
আন্তর্জাতিক ডেস্ক: ইংল্যান্ডের এক মুসলিম দর্জি বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে মুসলিম নারীদের জন্য আড়ম্বরপূর্ণ ইসলামী পোশাক প্রস্তুত করার চেষ্টা করছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইংল্যান্ডের উত্তর পশ্চিমের বোল্টন শহরের নিবাসী এই মুসলিম নারীর নাম “রিজওয়ানা ম্যাটাডোর”। তিনি তার তৈরি পোশাকসমূহ COVER ME নামে তৈরি করছেন।

দুই সন্তানের জননী রিজওয়ানা সমস্ত পোশাক নিজের ডিজাইনে প্রস্তুত করেন এবং এসকল পোশাক তার ইনস্টাগ্রামে (সেখানে ১৬ হাজারের অধিক অনুসারী রয়েছে) প্রদর্শিত করেন।

তিনি এ ব্যাপারে বলেন: আমি দীর্ঘ দিন যাবত লক্ষ্য করেছি যে, বাজারে একটি বড় ব্যবধান রয়েছে। আর সেটি হচ্ছে বাজারে গোড়ালি পর্যন্ত লম্বা পোশাক কোথাও খুঁজে পাওয়া যাবে না। এই বিষয়টির ওপর দৃষ্টি রেখে আমি মুসলিম নারীদের জন্য বিভিন্ন ডিজাইনের পোশাক প্রস্তুত করি।

রিজওয়ানা ম্যাটাডোর ১২ বছর বয়স থেকে ফ্যাশন ডিজাইনারের কাজের সাথে জড়িত রয়েছেন। বর্তমানে তার তিন শতাধিক শীর্ষ রয়েছে।   iqna

 

captcha