IQNA

বাহরাইনে জাতীয় কুরআন প্রতিযোগিতায় ১১০৬ জনের নাম নিবন্ধন

22:43 - December 20, 2018
সংবাদ: 2607594
আন্তর্জাতিক ডেস্ক: বাহরাইনের কুরআন বিজ্ঞান সমিতি "ইকরা"র ভাইস প্রেসিডেন্ট বলেছেন: বাহরাইনে "ইকরা" জাতীয় কুরআন প্রতিযোগিতার ১২তম পর্বে নারী ও পুরুষ বিভাগে অংশগ্রহণ করার জন্য ১১০৬ জন প্রতিযোগী নিজেদের নাম নিবন্ধন করেছেন।

বার্তা সংস্থা ইকনা: বাহরাইনের কুরআন বিজ্ঞান সমিতি "ইকরা"র ভাইস প্রেসিডেন্ট "আব্দুল্লাহ আবুল হাসান" বলেছেন: ১২তম জাতীয় কুরআন প্রতিযোগিতা "ইকরা"র তাফসির বিভাগে ১৭৫ জন এবং হেফজ ও তিলাওয়াত বিভাগে ৯৩১ জন অংশগ্রহণ করার জন্য নাম নিবন্ধন করেছেন। এই প্রতিযোগিতার বিচারকার্য সম্পন্ন করার জন্য বাহরাইনের বিভিন্ন শহরের দক্ষ ক্বারি ও হাফেজগণ উপস্থিত থাকবেন।
তিনি বলেন: সমাজে কুরআনিক সংস্কৃতি শক্তিশালী করণের লক্ষ্যে এই প্রতিযোগিতার অনুষ্ঠানটি "সচেতনতার সাথে হেফজ করুন এবং অভিসন্ধির সাথে তিলাওয়াত করুন" শিরোনামে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বাহরাইনে ১২তম জাতীয় কুরআন প্রতিযোগিতার প্রাথমিক পর্বের অনুষ্ঠানটি সেদেশের শিয়া অধ্যুষিত এলাকা কাতিফের (সৌদি আরবের পূর্বাঞ্চলীয়) কুরআনিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে এখনও পর্যন্ত আয়োজক কমিটি প্রতিযোগিতার সময়সূচী সম্পর্কে কোন তথ্য প্রকাশ করেনি। বাহরাইনের ইকরা আঞ্জুমানটি মূলত শিয়ারা পরিচালনা করে। এই আঞ্জুমানের মুল কার্যক্রম হচ্ছে দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরণের কুরআনিক কার্যক্রম পরিচালনা করা।
iqna

captcha