IQNA

সৌদি আরবের ১২০ বছরের মুয়াজ্জিনের আযান দেওয়ার প্রতি আকর্ষণ

23:59 - September 28, 2018
সংবাদ: 2606840
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের ১২০ বছরের "সায়িদ বিন ওমর অলে আতেফ" মসজিদে সেবা করে তার জীবন অতিবাহিত করেছেন। তিনি এখনও সৌদি আরবের একটি মসজিদে প্রতিদিন পাঁচ বার আযান দিয়ে মুসল্লিদের নামাজের জন্য আহ্বান জানান।

লেবাননের বিরুদ্ধে হামলার অজুহাত খুঁজছে ইসরাইল: জেবরান
বার্তা সংস্থা ইকনা: ১২০ বছরের মুয়াজ্জিন সায়িদ বিন ওমর অলে আতেফের আযান দেয়ার একটি ভিডিও ফাইল সামাজিক নেটওয়ার্কে প্রকাশিত হয়েছে। আযান দেয়ার ভিডিওটি প্রকাশ হওয়ার সাথে সাথে সেটি ভাইরাল হয়ে যায় এবং সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারীগণ ব্যাপক স্বাগত জানায়।
সৌদি আরবের একটি মসজিদে সায়িদ বিন ওমর অলে আতেফ প্রতিদিন পাঁচ বার আযান দেন এবং এক বারের জন্যেও তিন তার এই কাজ পরিত্যাগ করেননি।
এই বৃদ্ধ বয়সে আযান দেয়ার প্রতি সায়িদ বিন ওমর অলে আতেফের আকৃষ্ট দেখে সামাজিক নেটওয়ার্কের ব্যবহারকারীগণ তাকে অভিনন্দন ও উৎসাহ প্রদান করেছে।
iqna

captcha