IQNA

জিয়ারাতে আরবাইন পাঠ মু’মিনের অন্যতম আলামত

15:40 - October 28, 2017
সংবাদ: 2604183
একাদশতম ইমাম হযরত ইমাম হাসান আসকারি থেকে বর্ণিত একটি হাদীসের আলোকে ২০শে সফর তথা ইমাম হুসাইনের (আ.) চেহলুমের দিন জিয়ারাতে আরবাইন পাঠ করা হচ্ছে মু’মিনের অন্যতম আলামত।

বার্তা সংস্থা ইকনা: বিগত ১০ বছর যাবত কারবালাতে ইমাম হুসাইনের (আ.) চেহলুম উপলক্ষে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কোটি কোটি আহলে বাইতের (আ.) ভক্তবৃন্দ উপস্থিত হওয়ার মাধ্যমে মানবেতিহাসে সবচেয়ে বড় গণ জামায়েতের সৃষ্টি করেছে। চেহলুমকে কেন্দ্র করে যে সব ভক্তবৃন্দ হাজার হাজার কিলিমিটার পথ পাড়ি দিয়ে ইমাম হুসাইনের (আ.) পবিত্র মাজার জিয়ারতের জন্য কারবালাতে হাজির হয়, তারা সেখানে উপস্থিত হয়ে মহান আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে এবং ইমামের প্রতি নিজেদের ভক্তি ও ভালবাসা নিবেদনের উদ্দেশ্যে দোওয়া ও প্রার্থনায় মগ্ন হয়। তারা সেখানে নিজেদের কৃত গোনাহ ক্ষমা করার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করে এবং নিজেদেরকে খোদামুখী করে থাকে। তাই ইমাম হুসাইনের (আ.) চেহলুম আমাদেরকে খোদামুখী হওয়ার সুযোগ করে দেয়।

একাদশতম ইমাম হযরত ইমাম হাসান আসকারি (আ.) থেকে একটি হাদীসে বর্ণিত একটি হাদীসে ইমাম হুসাইনের চেহলুমের গুরুত্ব ও তাৎপর্য অত্যন্ত সহজভাবে আমাদের সামনে স্পষ্ট হয়ে যায়। তা হচ্ছে তিনি বর্ণনা করেছেন- মু’মিন ব্যক্তির ৫টি আলামত, সেগুলো হচ্ছে দৈনিক পাচ ওয়াক্তে ১৭ রাকাত ফরজ নামায আদায়, ২০শে সফর ইমাম হুসাইনের (আ.) চেহলুমের দিন জিয়ারাতে আরবাইন পাঠ করা, নামাযে উচ্চ স্বরে বিসমিল্লাহির রাহমানির রাহিম পাঠ করা, ডান হাতের অঙ্গলে আংটি পরিধান করা এবং আল্লাহর প্রতি চুড়ান্ত আনুগত্য প্রকাশের উদ্দেশ্যে কপাল মাটিতে স্পর্শ করা।

captcha