IQNA

রাসূলের (সা.) সাহাবীদের সাথে অন্তর্ভুক্তির সওয়াব

15:34 - June 12, 2017
সংবাদ: 2603245
শেষ জামানায় যারা ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের অপেক্ষায় থাকার কারণে নানাবিধ কষ্ট ও দু:খ সহ্য করবে, তারা রাসূলের (সা.) যুগে তার সাহাবীদের পাশে থেকে শত্রুদের বিরুদ্ধে তরবারি চালানোর সওয়াব অর্জন করতে পারবে।


শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদী (আ.) হলেন আল্লাহ ও রাসূলের (সা.) প্রতিশ্রুত শেষ জামানায় মানব জাতির পরিত্রাণদাতা ও ত্রাণকর্তা। তিনি বর্তমান যুগের আল্লাহ মনোনীত ইমাম ও পথপ্রদর্শক।

শেষ জামানার ইমাম তথা ইমাম মাহদীর (আ.) প্রতীক্ষায় থেকে যারা নানাবিধ কষ্ট ও দু:খ সহ্য করবে তাদের প্রতি সুসংবাদ দিয়ে সাইয়েদুশ শোহাদা ইমাম হুসাইন (আ.) থেকে বর্ণিত হয়েছে,

«...اما ان الصابر فى غیبته على الاذى والتکذیب، بمنزلة المجاهد بالسیف بین یدى رسول الله صلى الله علیه و آله».

ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের প্রতীক্ষায় থাকার কারণে যারা নানাবিধ কষ্ট ও দু:খের শিকার হবে, তারা রাসূলের (সা.) যুগে তার সাহাবীদের পাশে থেকে শত্রুদের বিরুদ্ধে তরবারি চালানোর সওয়াব অর্জন করতে পারবে।

সূত্র: এলামুল ওরা, পৃ.৩৮৪
ট্যাগ্সসমূহ: আল্লাহ ، রাসুল ، ইমাম ، ইকনা ، যুগ
captcha