IQNA

ইমাম মাহদীর(আ.) যুগের অর্থনৈতিক পরিস্থিতি

17:10 - November 30, 2016
সংবাদ: 2602056
রাসূল(সা.) বলেছেন, শেষ জামানায় ফেতনা বৃদ্ধি পাবে এবং মানুষ হতাশ হয়ে পড়বে তখন আমার বংশ থেকে মাহদীর আবির্ভাব হবে আর তিনি এত বেশী দান করবেন যে মানুষ শান্তি পাবে।


বার্তা সংস্থা ইকনা: ইমাম মাহদীর যুগে সকল মানুষ আল্লাহর ইবাদত বন্দিগি করবে এবং ইমামের অনুসরণ করবে তখন আসমান ও জমিন থেকে মানুষের উপর আল্লাহর রহমত বর্ষিত হবে।

তখন নদিসমূহ পানিতে ভরপুর থাকবে, মাঠে অধিক ফসল ফলবে, ফলের বাগানসমূহ ফলে ভরে থাকেব। এমনকি মক্কা মদিনার মত মুরুভুমির শহরও আবাদ হবে এবং সেখানে ফলের বৃক্ষে ভরে যাবে এবং অধিক পরিমানে গবাদি পশুর চাষ হবে।

ইমাম বাকের(আ.) বলেছেন, ইমাম মাহদী(আ.) অধিক পরিমাণে মানুষকে দান খয়রাত করবেন। তার কাছে আসমান জমিনের সকল সম্পদ থাকবে। তিনি মানুষকে দান করবেন আর বলবেন, না যত পার নাও এবং খাও। যার জন্যে তোমরা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতে এবং মারামারি কাটাকাটি করতে এখন যত পার নাও। তিনি এত বেশী দান করবেন যে তার পূর্বে কেউ অত পরিমাণ দান করে নি।

রাসূল(সা.) বলেছেন, শেষ জামানায় এমন এক খলিফা শাসন করবেন যিনি কোন হিসাব কিতাব ছাড়াই অঢেল পরিমানে দান খয়রাত করবেন।

তিনি আরও বলেছেন, শেষ ইমামের নাম হচ্ছে আমার নামের অনুরূপ। তিনি দুনিয়াকে ন্যায়নীতিতে পরিপূর্ণ করবেন। তার কাছে কেউ কিছু চাইতে আসলে তিনি বলবেন, তোমার যত দরকার এখান থেকে নিয়ে যাও।

captcha