ইকনা- কুমের বিশেষায়িত হাদিস বিজ্ঞান গ্রন্থাগারটি তার বিশেষ বৈশিষ্ট্যের কারণে গবেষকদের কাছে বিশেষ গুরুত্ব পেয়েছে। বিষয়বস্তুর ব্যাপকতা, নতুন উৎস ও সাম্প্রতিক বই সংগ্রহে অগ্রগামী ভূমিকা, হাদিস গবেষণার ভবিষ্যতের জন্য সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি এবং গবেষকদের প্রতি সহানুভূতিশীল ব্যবস্থাপনা—এইসব বৈশিষ্ট্যের কারণে গ্রন্থাগারটির সক্ষমতা রয়েছে হাদিস গবেষণার ক্ষেত্রে শুধু হাওযায়ে ইলমিয়া কুমেই নয়, বরং সমগ্র শিয়া বিশ্ব এবং ইসলামী জগতে এক মানদণ্ডমূলক ও আদর্শ গ্রন্থাগার হিসেবে বিকশিত হওয়ার।
10:28 , 2025 Sep 15