IQNA

আয়াতুল্লাহ ঈসা কাসিম: 

ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ সৌদি আরবের স্পষ্ট অপরাধ

21:04 - February 06, 2022
সংবাদ: 3471391
তেহরান (ইকনা): বাহরাইনের শিয়া নেতা আয়াতুল্লাহ শেখ ঈসা কাসিম শনিবার এক বিবৃতিতে বলেছেন যে, ইয়েমেনে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসন একটি নোংরা যুদ্ধ এবং পুরো মাত্রার অপরাধমূলক আগ্রাসন।

আয়াতুল্লাহ শেখ ঈসা কাসিমের আরও বলেন: "ইয়েমেনের বিরুদ্ধে যে যুদ্ধ হচ্ছে তা ধর্ম এবং মানব বিবেকের উপর ভিত্তি করে বলা যায় যে, এটি একটি নোংরা যুদ্ধ।"
 
তিনি বলেন: স্বৈরাচারী মার্কিন সরকারের নির্দেশে একটি মুসলিম ও প্রতিবেশী দেশ ইয়েমেনের জনগণের বিরুদ্ধে ব্যাপক আগ্রাসন চালাচ্ছে।
 
বাহরাইনের শিয়া নেতা যোগ করেছেন: "ইয়েমেনে আগ্রাসী ও অন্যায্য যুদ্ধের সাথে মুসলিম উম্মাহ এবং ইসলামের মূল্যবোধ, নিয়ম-কানুন ও শিক্ষার বর্তমান অবস্থানের মধ্যে অনেক দূরত্ব রয়েছে।”
 
তিনি বিবৃতিতে আরও উল্লেখ করেছেন: "ইয়েমেনে যুদ্ধ একটি পূর্ণ মাত্রার অপরাধমূলক আগ্রাসন। যে কোনো অবস্থানে থাকা প্রতিটি মুসলমান ইসলাম এবং তার বিশ্বাসের স্তরকে প্রতিটি দেশের মুসলমানদের বিষয়ে যে মনোযোগ এবং উদ্বেগ দেখায় তার সাথে পরিমাপ করতে পারে এবং তাদের জন্য তার সমর্থনের স্তর দিয়ে পরিমাপ করতে পারে। 
 
২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব এবং তার মিত্র কয়েকটি দেশ দারিদ্র্যপীড়িত ইয়েমেনে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে। এতে ইয়েমেন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তবে যেসব লক্ষ্য নিয়ে সৌদি আরব ও তার মিত্ররা ইয়েমেনে সামরিক অভিযান শুরু করেছিল তার একটিও অর্জিত হয় নি বরং দিন দিন ইয়েমেনের যোদ্ধারা প্রবল শক্তি নিয়ে ঘুরে দাঁড়িয়েছে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আবদ আল মনসুর হাদিকে ক্ষমতায় বসানোর অজুহাতে মার্কিন যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সৌদি আরব ও তার মিত্র দেশসমূহ অন্যায়ভাবে ইয়েমেনের নিরীহ জনগণের বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে।  iqna
 
captcha