IQNA

বাবরি মসজিদের বিকল্প কমপ্লেক্সের আধুনিক নকশার উন্মোচন + ছবি

20:40 - December 21, 2020
সংবাদ: 2611991
তেহরান (ইনকা): ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের জমির ওপর নির্মাণ হচ্ছে রামমন্দির। গত বছর অযোধ্যা মামলার রামমন্দিরের পক্ষে রায় শোনায় দেশটির সুপ্রিম কোর্ট। পাশাপাশি মসজিদ নির্মাণের জন্য অন্য স্থানে পাঁচ একর জমির বন্দোবস্ত করতে নির্দেশ দেওয়া হয়।

করোনাভাইরাস মহামারির মধ্যেই রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেছে। এবার প্রস্তাবিত মসজিদের নকশা প্রকাশিত হয়েছে। সেখানে মসজিদের পাশাপাশি প্রস্তাবিত বিশেষায়িত হাসপাতালের নকশাও তুলে ধরা হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) সুন্নি ওয়াকফ বোর্ড দ্বারা গঠিত ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (আইআইসিএফ) মসজিদ চত্ত্বরের নকশা প্রকাশ করে।

নকশায় দেখা যায়, মসজিদে বিশালাকার গম্বুজ থাকলেও, মূলত সেটি আধুনিক স্থাপত্যেরই নিদর্শন। থাকছে পার্কিংয়ের ব্যবস্থাও।

মসজিদ প্রকল্পের দায়িত্বে থাকা প্রধান প্রকৌশলী এসএম আখতার বলেন, ‘‘হাসপাতালে ৩০০ শয্যার ব্যবস্থা থাকবে। এছাড়া পুরো মসজিদটি সৌরশক্তিচালিত হবে। মসজিদের ভিতরের তাপমাত্রা বাড়ানো-কমানোর ব্যবস্থা থাকবে।’’

এ ছাড়াও মসজিদের জন্য বরাদ্দ পাঁচ একর জমিতে কমিউনিটি কিচেন এবং গ্রন্থাগার নির্মাণ করা হবে বলে জানান তিনি। দুঃস্থ মানুষদের সেখানে খাওয়ার ব্যবস্থাও থাকবে। iqna

 

رونمایی از طرح مدرن مجموعه جایگزین مسجد بابری هند

 

رونمایی از طرح مدرن مجموعه جایگزین مسجد بابری هند

 

رونمایی از طرح مدرن مجموعه جایگزین مسجد بابری هند

 

رونمایی از طرح مدرن مجموعه جایگزین مسجد بابری هند

 

captcha