IQNA

সৌদি আরবে ভার্চুয়াল কুরআন কোর্সে ৭০০ কুরআন শিক্ষানবিশের অংশগ্রহণ

21:37 - September 08, 2020
সংবাদ: 2611442
তেহরান (ইকনা): সৌদি আরবের রাফাহ প্রদেশে অনুষ্ঠিত ভার্চুয়াল কুরআনিক কোর্সে ৭০০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছেন।

সৌদি আরবের উত্তর সীমান্তবর্তী রাফাহ প্রদেশে “মুহকামাতে কুরআন” শিরোনামে উক্ত ভার্চুয়াল কোর্সটি ‘ক্বারাম” অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে। হাফেজদের জন্য অনুষ্ঠিত এই কোর্সটি ১৬ই অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।

সৌদি আরবের ৭০০ জন ছাত্র-ছাত্রী এই কোর্সে প্রতিদিন মাগরিবের নামাজের পর অংশগ্রহণ করছেন এবং কুরআন হেফজ ও তিলাওয়াত করছেন।

“মুহকামাতে কুরআন” ভার্চুয়াল কোর্সটি শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শেখানোর উদ্দেশ্য মোট ৭টি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। বিভাগগুলো যথাক্রমে ১, ৩, ৫, ‌১০, ১৫, ২০ এবং ৩০ পারা হেফজ ও তিলাওয়াত করা।

পবিত্র কুরআন হেফজ ও তিলাওয়াতের অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখতে ক্বারাম অ্যাসোসিয়েশন এই ভার্চুয়ালের মাধ্যমে এই কোর্সের ব্যবস্থা করেছে। iqna

captcha