IQNA

করোনা প্রতিরোধে ইরান জনগণের ওপর স্ক্রিনিং কার্যক্রম জোরদার করেছে

20:29 - April 19, 2020
সংবাদ: 2610623
তেহরান (ইকনা)- করোনাভাইরাসের মহামারী মোকাবেলার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের জনসাধারণের উপর স্ক্রিনিং কার্যক্রম জোরদার করা হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আজ (রোববার) একথা জানিয়েছেন। স্ক্রিনিং কার্যক্রমের মাধ্যমে ইরানের জনগণের ভেতরে আরো কী পরিমাণ করোনা সংক্রমণ আছে তা পরিষ্কার হবে। পার্সটুডে

প্রেসিডেন্ট রুহানি বলেন, এতদিন করোনাভাইরাস রোগীদের নিয়ে যারা কাজ করেছেন তাদেরকেও এই স্ক্রিনিংয়ের আওতায় আনা হবে। তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ ইরানকে করোনাভাইরাসের রাশ টেনে ধরার ক্ষেত্রে সাহায্য করবে। তিনি আশা করেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ কাল কমিয়ে আনার জন্য একটি অবকাঠামো প্রণয়ন করা সম্ভব হবে।

করোনাভাইরাসের এই ক্রান্তিকালে ইরানের যে সমস্ত স্বাস্থ্যকর্মী এবং ডাক্তার দিন-রাত কাজ করেছেন তাদেরকে প্রেসিডেন্ট রুহানি ধন্যবাদ জানান। তিনি বলেন, একটি দেশ করোনাভাইরাস-বিরোধী লড়াইয়ে বিরাট বাধা সৃষ্টি করেছে। ইরানের ওপর নিষেধাজ্ঞা না থাকলে করোনা-বিরোধী লড়াই সহজ হতো বলে তিনি মন্তব্য করেন। iqna

captcha