IQNA

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন ব্রিটেনের মুসলিম ডাক্তার

19:17 - April 11, 2020
সংবাদ: 2610576
তেহরান (ইকনা)- ব্রিটেনের ৫৩ বছরের মুসলিম ডাক্তার আব্দুল মায়বুদ সুদারী প্রায় তিন সপ্তাহ পূর্বে সেদেশের প্রধানমন্ত্রীর নিটকে হাসপাতালের কর্মচারী ও চিকিৎসকদের জন্য সুরক্ষামূলক সরঞ্জাম এবং পিঁপিঁই সরবরাহের জন্য অনুরোধ করেছিলেন। চিকিৎসক কর্মীদের কথা চিন্তা করে তিনিই সর্বপ্রথম এই আহ্বান জানান। উদার মনের অধিকারী এই মুসলিম ডাক্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

করোনাভাইরাসে আক্রান্তের ১৫ দিন পর আব্দুল মায়বুদ সুদারী লন্ডনের কুইনস হাসপাতালে মারা যান।

প্রায় তিন সপ্তাহ আগে, তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন যে, দেশের মেডিকেল কর্মী বিশেষ করে যারা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সর্বাগ্রে রয়েছে তাদের জন্য পর্যাপ্ত মাস্ক, গ্লাভস এবং প্রতিরক্ষামূলক পোশাক এবং অন্যান্য সুরক্ষামূলক সরঞ্জাম নেই।

এর আগেও করোনার আঘাতে ব্রিটেনে তিন জন মুসলিম ডাক্তার ইন্তেকাল করেছেন। এই তিনজন ডাক্তারই অভিবাসী ছিলেন।

ব্রিটিশ হাসপাতালগুলোয় চিকিৎসক কর্মীদের জন্য পর্যাপ্ত পরিমাণে প্রতিরক্ষামূলক পোশাক, মাস্ক এবং গ্লাভস নেই আর এই কারণের চিকিৎসক কর্মীদের মধ্যে অনেকেই এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। iqna

captcha