IQNA

করোনা মোকাবেলায় সৌদির ২৫টি হাসপাতাল প্রস্তুত

19:46 - March 02, 2020
সংবাদ: 2610340
তেহরান (ইকনা)- সৌদি কর্মকর্তা ঘোষণা করেছে, সম্ভাব্য করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ভর্তি এবং চিকিৎসা প্রদানের জন্য সৌদি আরবের ২৫টি হাসপাতাল সজ্জিত করা হয়েছে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আবদুল আলী ঘোষণা করেছেন: করোনারি আর্টারি ডিজিজের চিকিৎসা এবং প্রতিরোধমূলক ব্যবস্থার জন্য দেশের ২৫টি হাসপাতাল বরাদ্দ করা হয়েছে।

আবদুল আলী এক সংবাদ সম্মেলনে বলেন: এসকল হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য ২২০০ শয্যা বরাদ্দ করা হয়েছে।

তিনি আরও যোগ করেছেন যে, সৌদি আরব এখনও করোনাভাইরাসে আক্রান্ত কোনও রোগীকে সনাক্ত করা হয়নি এবং এর সতর্কতামূলক পদক্ষেপসমূহের ফলে বিদেশী বাণিজ্যে কোনও প্রভাব পড়বে না।

উল্লেখ্য যে, সৌদি আরব গত বৃহস্পতিবার ঘোষণা করেছে, করোনারি হার্ট ডিজিজযুক্ত ২৫টি দেশের হাজিদের জন্য শীঘ্রই দেশের সীমানা বন্ধ করে দেওয়া হবে।  iqna

 

captcha