IQNA

মহাত্মা গান্ধীর আদর্শকে ধরে রাখতে মার্কিন পার্লামেন্টে বিল পেশ

0:20 - December 22, 2019
সংবাদ: 2609880
আন্তর্জাতিক ডেস্ক: গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হয়েছে যুক্তরাষ্ট্রও। তাঁর আদর্শকে ধরে রাখতেই মার্কিন সংসদে বিল পেশ করা হয়েছে। গান্ধীজি এবং কিং লুথার জুনিয়ারের অবদান স্মরণীয় করে রাখতে একাধিক কাজ করতে চান মার্কিন কংগ্রেসম্যান জন লুইস। নাগরিক অধিকার নিয়ে একাধিক কাজের জন্য যুক্তরাষ্ট্রে সুনাম রয়েছে তাঁর।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মার্কিন বাজেটে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করার দাবি জানিয়েছেন জন লুইস। আগামী পাঁচ বছরের জন্য এই আর্থিক বরাদ্দের দাবি জানিয়েছেন তিনি।

গান্ধীজির স্মরণে যুক্তরাষ্ট্রের উদ্যোগ

ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মদিন উপলক্ষে একাধিক কর্মসূচি নিয়েছে মোদি সরকার। সেই উদ্যোগ এবার শুরু হয়েছে সুদূর যুক্তরাষ্ট্রেও। মার্কিন সংসদে গান্ধীজি এবং কিং লুথার জুনিয়রের আদর্শকে এগিয়ে নিয়ে যেতে আর্থিক বরাদ্দের দাবি জানিয়েছেন মার্কিন কংগ্রেসম্যান জন লুইস। ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের দাবি জানিয়েছেন তিনি। প্রতিবছর এই কাজে ৩০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করা হবে বলে দাবি করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের উদ্যোগকে স্বাগত

গান্ধীজির স্বরণে যুক্তরাষ্ট্রের সংসদে এই বিল পেশকে স্বাগত জানিয়েছে ভারত। সেদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শৃঙ্গলে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এই উদ্যোগে দুই দেশের সম্পর্ক আরও উন্নত হবে। এই বিলকে সমর্থন জানিয়েছেন স্পিকার ন্যান্সি পালোসিও। গান্ধী-কিং ডেভলপমেন্ট ফাউন্ডেশন তৈরিরও প্রস্তাব দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের সংসদে। বিলের সমর্থন জানিয়েছেন তিন ডেমোক্র্যাট সাংসদও। তাঁরা সকলেই ভারতীয় বংশদ্ভূত আমেরিকান। ডাক্তার অ্যামি বেরা, রো খান্না এবং প্রমিলা জয়পাল। এছাড়াও তিন কংগ্রেসম্যানও বিলটিকে সমর্থন জানিয়েছেন।

বিলে প্রস্তাব

এই বিলে প্রস্তাব করা হয়েছে, যে অর্থ বরাদ্দ করা হবে প্রতিবছর তা খরচ করা হবে শিক্ষা, স্বাস্থ্য, দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ পরিবর্তন সংক্রান্ত একাধিক কাজে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে সেই টাকা খরচ করা হবে। এছাড়াও গান্ধী-কিং স্কলারশিপ দেওয়ার কথাও বলা হয়েছে বিলে। ভারতীয় মেধাবী ছাত্রদের এই স্কলারশিপ দিয়ে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া হবে। তবে শুধু ভারতীয় মেধাবী ছাত্ররা নন এই স্কলারশিপে সুযোগ পাবেন যুক্তরাষ্ট্রের মেধাবী ছাত্ররাও। গান্ধীজি এবং কিং লুথারের দর্শন নিয়ে যাঁরা পড়বে তাঁরাই অগ্রাধিকার পাবে এই স্কলারশিপের।

সূত্র : ওয়ান ইন্ডিয়া /kalerkantho

captcha