IQNA

আফগান সরকারের সাথে আলোচনা প্রত্যাখ্যান করলো তালেবান

21:37 - July 28, 2019
সংবাদ: 2608974
আন্তর্জাতিক ডেস্ক: আফগান সরকারের সঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে বৈঠকের কথা অস্বীকার করেছে তালেবান। তারা বলেছে, আফগানিস্তান থেকে বিদেশি সেনা চলে না যাওয়া পর্যন্ত কাবুল সরকারের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হবে না।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: কাতার অফিসে তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন আজ (রোববার) বলেন, “আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়ার পরই কেবল সরকারের সঙ্গে আলোচনা হবে।

এর আগে আফগান সরকারের শান্তি বিষয়ক প্রতিমন্ত্রী আবদুস সালাম রাহিমি বলেছিলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে তালেবানের সঙ্গে সরাসরি আলোচনায় সরকার ১৫ সদস্যের প্রতিনিধিদল পাঠাবে।

গত বছর থেকে মার্কিন সরকার কাতারে তালেবানের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনায় বসেছে। দু পক্ষ একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে তবে তালেবান সবার আগে বিদেশি সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়ার দাবি জানাচ্ছে। অন্যদিকে আমেরিকা দাবি করছে, তালেবানকে প্রতিশ্রুতি দিতে হবে যে, অন্যের ওপর হামলার জন্য আফগানিস্তানকে ব্যবহার হতে দেবে না তারা। তবে এই পর্যন্ত এসব দাবি নিয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা আসে নি। এসব আলোচনায় আফগান সরকারের কোনো প্রতিনিধিকেও রাখা হয় নি।   iqna

 

captcha