IQNA

কাশ্মীরে “মিরাজ আল-আলাম” শিরোনামে মাহফিল অনুষ্ঠিত

20:35 - April 05, 2019
সংবাদ: 2608272
আন্তর্জাতিক ডেস্ক: হযরত মুহাম্মা (সা.)এর মাবয়াস দিবস উপলক্ষে কাশ্মীরে হাজার হাজার মুসলমানদের উপস্থিতিতে উৎসব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: কাশ্মীরের বিভিন্ন মসজিদে উৎসব অনুষ্ঠানের মাধ্যমে ঈদে মাবয়াস পালিত হয়েছে।
কাশ্মীরের জনগণ মাবয়াসের রাত্রে নামাজ এবং দরুদ পাঠের মাধ্যে এই মাহফিলে অংশগ্রহণ করেছেন। উক্ত অঞ্চলে এই উৎসবটি “মিরাজ আল-আলাম” নামে প্রসিদ্ধ।
উল্লেখ্য, ২৭ রজব নিখিল জগত ও অস্তিত্ব জগতের শ্রেষ্ঠ দিবস তথা মহান আল্লাহর প্রিয়তম হাবিব রাসুলে পাকের রেসালাত লাভের বার্ষিকী। অনেকের মতে ২৭ রজব হযরত মুহাম্মাদ (সা.) ঊর্ধ্বলোকে আধ্যাত্মিক সফর বা মে’রাজে গমন করেছিলেন। কিন্তু অনেক আলেম মনে করেন ২৭ রজব বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা:)’র নবুওত প্রাপ্তি দিবস এবং এ দিনেই পবিত্র কুরআন সামগ্রিকভাবে রাসূলে পাকের কাছে নাজেল হয়েছিল। আর ধাপে ধাপে তা প্রথম নাজিল হয়েছিল রমজান মাসের ক্বদরের রাতে। ২৭ রজবের এই দিনে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা) ও তাঁর পবিত্র বংশধরদের শানে পেশ করছি অশেষ দরুদ ও সালাম। iqna

captcha