IQNA

আগামীকাল অনুষ্ঠিত হবে;

মস্কোয় ঈদে মাবয়াস উদযাপন

19:42 - April 03, 2019
সংবাদ: 2608257
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোর “খাতাম আল আম্বিয়া” মসজিদে ঈদে মাবয়াস উপলক্ষে বিশেষ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: এই মাহফিল আগামীকাল (৪র্থ এপ্রিল) স্থানীয় সময় ২০টায় অনুষ্ঠিত হবে।

মাগরিব ও এশার নামাজের পর দোয়া পাঠ, গজল, কবিতা ও বক্তৃতা পেশ করা হবে। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর প্রতিনিধি সাবের আকবার জেদ্দী উপস্থিত থাকবেন।

আজ ২৭শে রজব (৩য় এপ্রিল) ঈদে মাবয়াস। ২৭ রজব নিখিল জগত ও অস্তিত্ব জগতের শ্রেষ্ঠ দিবস তথা মহান আল্লাহর প্রিয়তম হাবিব রাসুলে পাকের রেসালাত লাভের বার্ষিকী। অনেকের মতে ২৭ রজব হযরত মুহাম্মাদ (সা.) ঊর্ধ্বলোকে আধ্যাত্মিক সফর বা মে’রাজে গমন করেছিলেন। কিন্তু অনেক আলেম মনে করেন ২৭ রজব বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা:)’র নবুওত প্রাপ্তি দিবস এবং এ দিনেই পবিত্র কুরআন রাসূলে পাকের কাছে নাজেল হয়েছিল। iqna

 

 

captcha