IQNA

ইমাম মাহদীর(আ.) আবির্ভাব দেরিতে হলেও কারা ক্ষতিগ্রস্ত হবে না

1:05 - April 14, 2018
সংবাদ: 2605508
হাদিসের ভাষ্য অনুযায়ী ইমাম মাহদীর অন্তর্ধানের যুগে মানুষ নানাবিধ সমস্যায় পড়বে এবং এমনকি সেই সমস্যা তাদেরকে ধ্বংসও করে দিতে পারে। কিন্তু এমন একটি পথ রয়েছে যারা ফলে আবির্ভাব দেরিতে হলেও কোন সমস্যা হবে না।


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন, «اِعْرِفْ إِمَامَكَ فَإِنَّكَ إِذَا عَرَفْتَ إِمَامَكَ لَمْ يَضُرَّكَ تَقَدَّمَ هَذَا اَلْأَمْرُ أَوْ تَأَخَّرَ»

তোমার যুগের ইমামকে চেন, আর যদি ইমামকে চিনতে পার তাহলে তার আবির্ভাব তাড়াতাড়ি হোক বা দেরিতে হোক তাতে তোমর কোন ক্ষতি হবে না। (বিহারুল আনোয়ার ৫২তম খণ্ড, পৃ: ১১৪)

পবিত্র ইমামগন(আ.) থেকে বর্ণিত হয়েছে যে, ইমাম মাহদী(আ.) হচ্ছেন দুনিয়া ও আখিরাতের কল্যাণের খনি যারা ইমাম মাহদীকে সঠিকভাবে চিনতে পারবে তারা দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ প্রাপ্ত হবে।

আমরা যখন পরিপূর্ণ এবং কামেল মানবকে অর্থাৎ ইমাম মাহদীকে (আ.) সঠিকভাবে চিনতে পারব তখনই আমাদের দুনিয়া ও আখিরাতের সকল সমস্যার সমাধান হবে। আর ইমাম মাহদীকে চেনার বিভিন্ন পথ ও পর্যায় রয়েছে। তার মদ্যে একটি হচ্ছে অজ্ঞতা, কুসংস্কার থেকে মুক্তি এবং গোনাহ ও সকল প্রকার অন্যায় থেকে দূরে থাকা। শাবিস্তান

captcha