IQNA

ক্রাউন প্রিন্সের সমালোচনার অভিযোগে জুমার খতিব গ্রেফতার + ভিডিও

15:29 - March 04, 2018
সংবাদ: 2605177
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের ক্রাউন প্রিন্সের সমালোচনার অভিযোগে সেদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যরা মিম্বার থেকে জোরপূর্বক জুমার খতিবকে নিচে নামিয়ে গ্রেফতার করেছে।

 

বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের নিরাপত্তা বাহিনী শুক্রবার (২য় মার্চ) সেদেশের "আল-নোখাইল মসজিদের পেশ ইমামকে জুমার নামাজের খুতবা প্রদানের সময় জোরপূর্বক মিম্বার থেকে নামিয়ে গ্রেফতার করে থানায় নিয়ে গেছে। উপস্থিত মুসল্লিরা এই দৃশ্য ধারণ করে ইউটিউবে প্রচার করেছে।

সৌদি শাসক এধরণের কাজের মাধ্যমে মসজিদের অবমাননা করেছে এবং এর ফলে মুসলমানদের অনুভূতিতে আঘাত হেনেছে। ইতিমধ্যে এই ভিডিওটি সামাজিক নেটওয়ার্কে ভাইরাল হয়েছে।

এর প্রতিবাদের সামাজিক নেটওয়ার্কে সৌদি শাসকের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারীরা বলছে, সৌদি আরবের ক্রাউন প্রিন্স বিন সালমানের (সৌদি বাদশার ছেলে)  সমালোচনার করার অভিযোগে খতিবকে জোরপূর্বক গ্রেফতার করা হয়েছে।

iqna

 

 

captcha