IQNA

আইএস’কে সহায়তা করছে ইসরাইল: নেসেট সদস্য

22:37 - February 15, 2018
সংবাদ: 2605058
আন্তর্জাতিক ডেস্ক: জঙ্গিগোষ্ঠী আইএসকে ইসরাইল সহায়তা করার অভিযোগ করেছেন ইসরাইলি পার্লামেন্টের একজন আরব সদস্য। এমনকি কুখ্যাত এই সন্ত্রাসী গোষ্ঠীর কাছ থেকে দেশটি তেল কিনছে বলেও তিনি অভিযোগ করেন।



বার্তা সংস্থা ইকনা: সোমবার ইসরাইলি পার্লামেন্ট ‘নেসেটে’ দেয়া এক বক্তৃতায় এই অভিযোগ করেন সংসদ সদস্য আইদা তুমা সোলায়মান।

ওয়াইনেট নিউজ জানিয়েছে, পার্লামেন্টে বক্তব্য দেয়ার সময় সংসদ সদস্য আইদা তুমা সোলায়মান বলেন, লেবানন ও সিরিয়ার সঙ্গে উত্তর সীমান্তে সম্পর্ক খারাপ করে ইচ্ছাকৃতভাবে ইসরাইল নিরাপত্তা ব্যবস্থাকে হুমকিতে ফেলছে।

আইএসের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমি সব ধরনের চরমপন্থীদের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিরুদ্ধে। আইএসের মতো যেসব সংগঠন মানুষকে গণহারে হত্যা করছে, তাদেরও বিরুদ্ধে।’

তিনি আরো বলেন, ‘এমন না যে, শুধু আমিই আইএসের সঙ্গে ইসরাইলের সম্পর্কের কথা জানি। ইসরাইলি সরকারের সঙ্গে আইএসের সম্পর্কের বিষয়টি জাতিসংঘও জানে।’

সোলাইমানের ভাষায়, ‘আইএসের থেকে তেল কেনাসহ এই সম্পর্কের শক্ত প্রমাণ আছে। নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরাইলি সরকারই এসব করেছে।’ আনাদুলো এজেন্সি

 

captcha