IQNA

ইন্দোনেশিয়ায় কুরআনিক গ্রাম + ছবি

0:40 - February 12, 2018
সংবাদ: 2605032
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়া "কুরআনিক গ্রাম" নামক একটি স্কুল সক্রিয় রয়েছে এবং শিক্ষার্থীদের আগ্রহের কারণে এই স্কুলের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।



বার্তা সংস্থা ইকনা: এই স্কুলে শিক্ষার্থীদের ধর্মীয় এবং একাডেমিক্যাল শিক্ষা দেয়া হয়। ইতিমধ্যে ইন্দোনেশিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আর একারণে এই স্কুলের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।
সর্বপ্রথম একটি দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে এই স্কুলটির সূচনা হয়। বর্তমানে "কুরআনিক গ্রাম" স্কুলটির সুনাম সর্বত্র ছড়িয়ে পরেছে এবং শিক্ষার্থীরা ব্যাপকভাবে স্বাগত জানিয়েছে।
ইন্দোনেশিয়ার জাভা ও সুমাত্রার দ্বীপের ১০ অঞ্চলে এই স্কুল সক্রিয় রয়েছে এবং এসকল স্কুলে মোট ৫ হাজার শিক্ষার্থী রয়েছে।
কুরআনিক গ্রাম স্কুলে অনাথ, এতিম এবং দরিদ্র শিক্ষার্থীদের সংখ্যা বেশী। স্বেচ্ছাসেবী, দাতা এবং শিক্ষার্থীদের মাসিক ফি দ্বারা এই স্কুলটি পরিচালিত হচ্ছে।
স্কুলটিতে কুরআন তিলাওয়াত, হেফজ ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি অংক, ইংরেজি এবং আরবি ভাষার উপর ক্লাস নেয়া হয়। মিশর, ইয়েমেন এবং সিরিয়ার শিক্ষকমণ্ডলী আরবি শিক্ষক হিসেবে এই স্কুলে নিয়োজিত রয়েছেন।
ইন্দোনেশিয়ার টানগ্রোং শহরে "কুরআনিক গ্রাম" স্কুলের কর্তৃপক্ষ আহমাদ জামিল এ ব্যাপারে বলেন: প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ কমপ্লেক্সে থাকা বাধ্যতামূলক নয়। কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের প্রশিক্ষণ কমপ্লেক্সে অবশ্যই থাকবে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থার মূলে রয়েছে কুরআনিক বিজ্ঞান এবং অন্যান্য সাধারণ পাঠ্যক্রম।
iqna

 

captcha