IQNA

ল্যাটিন আমেরিকায় পবিত্র কুরআনের ২০ হাজার পাণ্ডুলিপি বিতরণ

0:31 - February 10, 2018
সংবাদ: 2605011
আন্তর্জাতিক ডেস্ক: তুর্কি ধর্মীয় বিষয় সংগঠন ঘোষণা করেছে, ল্যাটিন আমেরিকার দেশসমূহের মুসলমানদের মধ্যে স্প্যানিশ ভাষায় অনুদিত পবিত্র কুরআনের ২০ হাজার পাণ্ডুলিপি বিতরণ করা হবে।



বার্তা সংস্থা ইকনা: তুর্কি ধর্মীয় বিষয় সংগঠন ৭ম ফেব্রুয়ারি এক বিবৃতিতে ঘোষণা করেছে, "অনুমতি দেন আমার উপহার কুরআন হোক" নামক ক্যাম্পেইনের মাধ্যমে ল্যাটিন আমেরিকার গুয়াতেমালা, এল সালভাদর, কলোমবিয়া, হাইতি, আর্জেন্টিনা, চিলি, পেরু, বলিভিয়া, ইকুয়েডর ও উরুগুয়ের মুসলমানদের মধ্যে বিতরণ করা হবে।
"অনুমতি দেন আমার উপহার কুরআন হোক" ক্যাম্পেইনটি 'বিশ্বের অনেক মুসলমানের কুরআনের চাহিদা' প্রোগ্রামের অন্তর্গত। এই প্রোগ্রামের মাধ্যমে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ পবিত্র কুরআনের ১০ লাখের অধিক পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে।
এপর্যন্ত স্প্যানিশ ভাষায় অনুদিত পবিত্র কুরআনের ৮ হাজার পাণ্ডুলিপি গুয়াতেমালা, এল সালভাদর, কলোম্বিয়া ও হাইতিতে প্রেরণ করা হয়েছে। এসকল পাণ্ডুলিপি ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে বিতরণ করা হয়।
এছাড়াও অতি শীঘ্রই পবিত্র কুরআনের ১২ হাজার পাণ্ডুলিপি আর্জেন্টিনা, চিলি, পেরু, বলিভিয়া, ইকুয়েডর এবং উরুগুয়ে প্রেরণ করা হবে।
তুর্কি ধর্ম বিষয়ক সংগঠন বর্তমানে পর্তুগিজ ভাষায় অনুদিত পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রিন্ট করছে। এসকল পাণ্ডুলিপি প্রস্তুত হলে পর্তুগিজ ভাষীদের জন্য বিশেষ করে ব্রাজিলের মুসলমানদের জন্য প্রেরণ করবে।
তুর্কি ধর্মীয় বিষয় সংগঠন এ পর্যন্ত বিশ্বের ১৭টি প্রচলিত ভাষায় কুরআন অনুবাদ করেছে এবং বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের মাঝে বিতরণ করেছে।
iqna

captcha