IQNA

পৃথিবীর বুকে পূণ্যবানরা হুকুমত করবেন

0:26 - February 06, 2018
সংবাদ: 2604980
ইমাম মাহদীর হুকুমত শেষ হওয়ার পরও ন্যায়পরায়ণ হুকুমত শেষ হয়ে যাবে না। কেননা তার পর অন্য সকল ইমামদের রাজয়াত হবে এবং তারাও এই ন্যায়পরায়ণ হুকমতকে অব্যাহত রাখবেন।

 পৃথিবীর বুকে পূণ্যবানরা হুকুমত করবেন
বার্তা সংস্থা ইকনা: সূরা আম্বিয়ার ১০৫ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন-

وَلَقَدْ كَتَبْنَا فِي الزَّبُورِ مِنْ بَعْدِ الذِّكْرِ أَنَّ الْأَرْضَ يَرِثُهَا عِبَادِيَ الصَّالِحُونَ (105)

নিঃসন্দেহে আমরা স্মারকবাণী তথা তাওরাতের পর যাবুরেও লিপিবদ্ধ করে দিয়েছিলাম যে, পৃথিবীর শাসন-ক্ষমতার অধিকারী হবে আমার সৎ বান্দারা।

যাবুরে এ সুসংবাদ লিখিত আছে যে, যারা আল্লাহর ইবাদত করে এবং সৎকর্মপরায়ণ, তারা জানুক যে, সৎকর্মের প্রতিদান শুধু পরকালের জন্যই নির্দিষ্ট নয়; বরং দুনিয়াতেও আল্লাহ এরূপ বান্দাদের রাজত্ব ও শাসন ক্ষমতা প্রদান করবেন যেমনটি তিনি সূরা নূরের ৫৫ নম্বর আয়াতে উল্লেখ করেছেন। তবে সমগ্র বিশ্বের ওপর পরিপূর্ণ ন্যায়বিচারভিত্তিক এবং জুলুম মুক্ত রাজত্ব ও ইসলামী শাসন প্রতিষ্ঠার বিষয়টি আল্লাহর রাসূল (সা.)-এর সর্বশেষ স্থলাভিষিক্ত প্রতিনিধি দ্বাদশ ইমাম তথা ইমাম মাহদী (আ.)-এর মাধ্যমে বাস্তবায়িত হবে।

বিশ্বে শাসন-ক্ষমতার অধিকারী হওয়া ও বিশ্বে ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য দুটি শর্ত জরুরি: আল্লাহ ও তার বিধি-বিধানের কাছে আত্মসমর্পণ করা এবং জ্ঞান-বিজ্ঞান ও বাস্তব ময়দানের অভিজ্ঞতা অর্জন করা।

captcha