IQNA

পরিবর্তন করা হলো পবিত্র কাবা ঘরের পর্দা

12:02 - September 01, 2017
সংবাদ: 2603729
আন্তর্জাতিক ডেস্ক: গতকাল ভোরে প্রচলিত প্রথা অনুযায়ী পবিত্র কাবা ঘরের পর্দা পরিবর্তন করা হয়েছে।
পরিবর্তন করা হলো পবিত্র কাবা ঘরের পর্দা

বার্তা সংস্থা ইকনা: পবিত্র কাবা ঘরের নতুন পর্দার উচ্চতা ১৪ মিটার। প্রাকৃতিক ভাবে নির্মিত খাটি রেশম সুতা দিয়ে এই পর্দাটি নির্মাণ করা হয়েছে।

কাবা ঘরের নতুন পর্দায় একটি বেল্ট রয়েছে। ৪৭ মিটর দৈর্ঘ্য এবং ৯৫ সেন্টিমিটার প্রশস্ত এই বেল্টটি পর্দার (উচ্চতার দিক থেকে) এক-তৃতীয়াংশে স্থাপন করা হয়েছে।

পবিত্র কাবা ঘরের পর্দা প্রতি বছর আরাফাতের দিন (৯ম জিলহজ্ব/ ঈদের এক দিন পূর্বে) পরিবর্তন করা হয়। এসময় অধিকাংশ হাজি সেখানে উপস্থিত থাকেন।

উল্লেখ্য, পরিবর্তন করে পুরাতন পর্দাটি বিশেষ স্থানে সংরক্ষণ করা হয়।

iqna


ট্যাগ্সসমূহ: পবিত্র ، কাবা ، ঘর ، পর্দা ، রেশম ، হাজি
captcha