IQNA

কোরআন পোড়ানো ব্যক্তিকে রক্ষায় আইন বাতিল!

21:23 - June 06, 2017
সংবাদ: 2603204
আন্তর্জাতিক ডেস্ক: ডেনমার্কের ৪২ বছর বয়সী এক ব্যক্তি কোরআন পোড়ানোর ছবি ফেসবুকে দিয়েছিল। চামড়ায় বাঁধানো বড় একটি কোরআনের কপিতে আগুন দিয়ে সে চার মিনিটের একটি ক্লিপ ফেসবুকে পোস্ট করে।
যুগান্তরের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: পবিত্র কোরআন পোড়ানো এক ব্যক্তিকে মুক্তি দিতে ডেনমার্ক ৩৩৪ বছরের পুরনো ধর্ম অবমাননা বা ব্ল্যাসফেমি আইনটি রহিত করেছে। 
ডেনমার্কের ৪২ বছর বয়সী এক ব্যক্তি কোরআন পোড়ানোর ছবি ফেসবুকে দিয়েছিল। চামড়ায় বাঁধানো বড় একটি কোরআনের কপিতে আগুন দিয়ে সে চার মিনিটের একটি ক্লিপ ফেসবুকে পোস্ট করে। 
এর শিরোনাম দেয়া হয় : আপনার প্রতিবেশীর কথা মাথায় রাখুন- এটা যখন জ্বলে তখন এটা থেকে দুর্গন্ধ বের হয়। ২০১৫ সালের ডিসেম্বরে ইসলামবিদ্বেষী একটি গোষ্ঠী ফেসবুকে সেটি পোস্ট করে। 
বিষয়টি আদালতের নজরে আনা হলে ওই লোকটির চার মাসের কারাদণ্ড হওয়ার পথ সুগম হয়েছিল। ডেনমার্কের দণ্ডবিধির ১৪০ ধারায় তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ দায়ের করা হয়। 
এই ধারায় প্রকাশ্যে কেউ ধর্ম অবমাননা করলে তার শাস্তির কথা বলা হয়েছে। কিন্তু ৩৩৪ বছরের পুরনো সেই ধারাটি বাদ দিয়েছে ডেনমার্কের সংসদ। এমপিরা বলছেন, তারা বাক-স্বাধীনতার বিরুদ্ধে ধর্মকে রক্ষাকারী এমন আইনের প্রয়োজনীয়তা দেখছেন না।

captcha