IQNA

হিজাবের কারণে বিমানে চড়তে বাধা

21:48 - April 15, 2017
সংবাদ: 2602908
আন্তর্জাতিক ডেস্ক: হিজাবের কারণে মুসলিম এক যুবতিকে লন্ডনগামী বিমানে চড়তে দেয়নি ইতালির বিমানবন্দরের কর্মকর্তারা।

আল-মুবাশির ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: লন্ডনে বসবাসরত ইন্দোনেশিয় ঐ ছাত্রী আগনিয়া আযকিয়া এ সম্পর্কে জানিয়েছেন: ইতালির রাজধানী রোমে’র বিমানবন্দরের কর্মকর্তারা আমাকে শুধুমাত্র হিজাব থাকার কারণে লন্ডনগামী বিমানে চড়তে বাধা দিয়েছে।

তিনি বলেন: বিমানে চড়ার জন্য ব্যবহৃত গেইটে আমাকে হিজাব খুলে ফেলতে বলে ডিউটিরত পুলিশ কর্মকর্তারা। কিন্তু আমি তা করতে অস্বীকৃতি জানাই এবং এ কারণে তারা আমাকে বিমানে চড়তে দেয়নি।

তিনি বলেন: আমি আরও বহু ধর্মযাজককে দেখলাম তারা কোনরূপ ঝামেলা ছাড়াই বিমান চড়ছেন এবং তাদেরকে কেউ হিজাব খুলে ফেলতে বলছেন না।

তার সংযোজন: ডিউটিরত ঐ কর্মকর্তারা ছিল প্রচণ্ড একগুয়ে এবং সাংঘাতিক বর্ণবাদী।#3589809


captcha