IQNA

ক্ষতিগ্রস্তরা বিশ্বব্যাংকের বিরুদ্ধে অবশ্যই মামলা করতে পারেন: শেখ হাসিনা

18:54 - February 18, 2017
সংবাদ: 2602560
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের বহুল আলোচিত পদ্মাসেতু প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন বাতিল এবং কানাডী আদালতে মামলা করার কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেসব ক্ষতিগ্রস্ত ব্যক্তি আদালতে বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারবেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বার্তা সংস্থা ইকনা: শুক্রবার বিকেলে মিউনিখ ম্যারিয়ট হোটেলে ইউরোপীয় আওয়ামী লীগ নেতা-কর্মীসহ প্রবাসী আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দের দাবির পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘মিথ্যা অভিযোগ এনে মামলায় জড়ানোর চেষ্টা করায় ক্ষতিগ্রস্তরা বিশ্বব্যাংকের বিরুদ্ধে অবশ্যই মামলা করতে পারেন।’

প্রবাসী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, ‘মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শোকরিয়া, কেননা পদ্মা সেতু প্রকল্প থেকে ভিত্তিহীন দুর্নীতির অভিযোগে বিশ্ব ব্যাংকের অর্থ প্রত্যাহারের ঘটনায় ক্ষতিগ্রস্তরা বিচার পেল।...তারা আমার ছেলে এবং মেয়ে, বোন, আমার মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা, সচিবদের এই অভিযোগের সঙ্গে জড়াতে চেয়েছে। যাই হোক আমি বলব, সত্য এবং ন্যায়ের পথে এবং সৎসাহস থাকলেই কেবল কোন একজন মানুষ এ ধরনের কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে পারে। কানাডার আদালতের রায় আমাদের অনুকূলে এসেছে, কারণ আমরা সবসময় সত্য ও ন্যায়ের পথে ছিলাম।‘

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে পদ্মা সেতু নির্মাণ শুরু টাকা ছাড়ের পূর্বে কল্পিত দুর্নীতির অভিযোগে অর্থ প্রত্যাহারের নেপথ্যে বাংলাদেশের শান্তিতে নোবেলজীয় ড. ইউনুস এবং আমেরিকার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের জড়িত থাকার ইঙ্গিত করেন।

'দোষী প্রমাণিত হলে বেগম জিয়াকেও শাস্তি ভোগ করতে হবে'

এদিকে,  আদালতে অর্থ আত্মসাতের মামলায় দোষী প্রমাণিত হলে বেগম জিয়াকেও শাস্তি ভোগ করতে হবে বলেও অনুষ্ঠানে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘যদি সত্যিই কোর্টের কাছে এভিডেন্স থাকে চুরি (এতিমের টাকা) করেছে, তাহলে তার শাস্তি হবে।’

খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া দাতব্য ট্রাস্ট ও জিয়া এতিমখানা ট্রাস্টের টাকা আত্মাসাতের অভিযোগে দুদকের করা মামলা দুটি চলছে ঢাকার বিশেষ জজ আদালতে।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইউরোপীয় আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক অনীল দাসগুপ্ত ও এমএ গণি চৌধুরী, জার্মান আওয়ামী লীগ সভাপতি বশিরুল হক সাবুসহ প্রমুখ।

জার্মানির মিউনিখে ৫৩তম নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে সেখানে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পার্সটুডে
captcha