IQNA

হাসপাতালে বিতরণের জন্য সংগ্রহ করা হচ্ছে কুরআনের পাণ্ডুলিপি

19:15 - February 14, 2017
সংবাদ: 2602531
আন্তর্জাতিক ডেস্ক: আলজেরিয়ার 'আল-রাগায়া' শহরের হাসপাতালের রোগীদের মাঝে পবিত্র কুরআন বিতরণের জন্য বিভিন্ন স্থান থেকে কুরআন শরীফের পাণ্ডুলিপি সংগ্রহ করা হচ্ছে।
হাসপাতালে বিতরণের জন্য সংগ্রহ করা হচ্ছে কুরআনের পাণ্ডুলিপি
বার্তা সংস্থা ইকনা: আলজেরিয়ায় চার বছর পূর্বে এই অভিযান শুরু হয়েছে। পবিত্র কুরআনের পাণ্ডুলিপি সংগ্রহ এবং দাতব্য প্রতিষ্ঠানের সহযোগিতায় আল-রাগায়া শহরের বিভিন্ন হাসপাতালের রোগীদের মাঝে বিতরণ করা হবে।
আলজেরিয়ার "কুদামাল কাশাফা" দাতব্য আঞ্জুমানের প্রধান 'মুহাম্মাদ আবু রাসে'র উদ্যোগে এই অভিযান শুরু হয়েছে। অভিযানের মাধ্যমে বিগত চার বছরে বিভিন্ন স্থান হতে কুরআন শরীফের পাণ্ডুলিপি সংগ্রহ করে রোগীদের মাঝে তা বিতরণ করা হয়েছে। পঞ্চমবারের মত এই অভিযানে পবিত্র কুরআনের পাঁচ হাজার পাণ্ডুলিপি সংগ্রহ করে রোগীদের মাঝে বিতরণ করা হবে।
এদিকে আলজেরিয়ার 'আল-রায়া' সংবাদপত্র জানিয়েছে, কুদামাল কাশাফা" দাতব্য আঞ্জুমানের পক্ষ থেকে 'সাতিফ' প্রদেশের বিভিন্ন হাসপাতালের রোগীদের মাঝে পবিত্র কুরআনের এক হাজার পাণ্ডুলিপি বিতরণ করা হবে।
উক্ত আঞ্জুমানের কর্মকর্তা জুহাইর ছালিজান বলেন: এই পদক্ষেপ গ্রহণের ফলে সাতিফ প্রদেশের ব্যাপক স্বাগত জানাচ্ছে। মাত্র ৪ দিনে এই প্রদেশ থেকে ৪৮৯ খণ্ড পাণ্ডুলিপি সংগ্রহ করা হয়েছে এবং এক হাজার খণ্ড পাণ্ডুলিপি সংগ্রহ না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

captcha