IQNA

নিউ ইয়র্কে মুসলিম নারীর ওপর হামলা চালাল ট্রাম্পের সমর্থক

20:21 - January 28, 2017
সংবাদ: 2602438
আন্তর্জাতিক ডেস্ক: এখন ক্ষমতায় রয়েছে ট্রাম্প এবং তিনি সব মুসলমানকে আমেরিকা থেকে বের করে দেবে। তোমরা মুসলমানরা ইচ্ছা হলে জার্মানি, ফ্রান্স এবং বেলজিয়ামে চলে যেতে পারো বলে ওই মুসলিম নারীর উপর হামলা চালায় ট্রাম্পের সমর্থক।
পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সমর্থক নিউ ইয়র্কে মুসলমান নারীর ওপর হামলা চালিয়েছে। তাকে লাথি মেরেছে এবং অশালীন ভাষায় গালাগালি করেছে। নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমান বন্দরে এ ঘটনা ঘটেছে। 
কর্তৃপক্ষ জানিয়েছে, ডেল্টা এয়ারলাইনের কর্মী রাবিয়া খানের ওপর বুধবার রাতে এ হামলা চালানো হয়। হিজাবধারী রেবেকা তখন নিজ অফিসে বসে ছিলেন। রেবেকা খানকে রিপাবলিকান ট্রাম্পের সমর্থক রবিন রোডস বলেন যে, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট আমেরিকা থেকে সব মুসলমানকে লাথি মেরে বের করে দেবেন। 
রোডস আরও বলেন, এখন ক্ষমতায় রয়েছে ট্রাম্প এবং তিনি সব মুসলমানকে আমেরিকা থেকে বের করে দেবে। তোমরা মুসলমানরা ইচ্ছা হলে জার্মানি, ফ্রান্স এবং বেলজিয়ামে চলে যেতে পারো। টের পাবে তোমাদের কপালে কী ঘটবে। 
হতবিহবল রেবেকা ট্রাম্পের সমর্থকের কাছে জানতে চান, তিনি কোনো অন্যায় আচরণ করেছেন কিনা। জবাবে রোডস বলেন, না তা করোনি। এরপর আবার গালাগালি শুরু করে এবং এক পর্যায়ে রেবেকার পায়ে লাথিও মারে। 
রেবেকা ছুটে অফিস থেকে বের হয় যায় এবং লোকটাও তাকে তাড়া করে। এক পর্যায়ে যে হাঁটু গেড়ে বসে নামাজের ভঙ্গি করে রেবেকাকে বিদ্রূপ করতে থাকে। 
রোডসের বিরুদ্ধে হিংসাঘটিত অপরাধের অভিযোগ আনা হয়েছে। 
নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন, মুসলমানদেরকে একেবারেই আমেরিকায় ঢুকতে দেয়া হবে না।#

captcha