IQNA

জাকার্তার গভর্নরের বিরুদ্ধে ধর্ম অবমাননার বিচার অব্যাহত

16:18 - January 04, 2017
সংবাদ: 2602291
আন্তর্জাতিক ডেস্ক: জাকার্তার গভর্নর বাসুকি এহক তাজাহাজা পুনামের বিচারের তৃতীয় আসর সাক্ষীর উপস্থিতিতে গতকাল ৩য় জানুয়ারিতে অনুষ্ঠিত হয়েছে।
জাকার্তার গভর্নরের বিরুদ্ধে ধর্ম অবমাননার বিচার অব্যাহত
বার্তা সংস্থা ইকনা: পুনামের বিচারের তৃতীয় আসর সাক্ষী হিসেবে ইন্দোনেশিয়ার উলেমা কাউন্সিলের ৬ জন সদস্য উপস্থিত ছিলেন। এই ৬ জন সাক্ষী সেদেশের রাজনৈতিক দল ইসলামিক ডিফেন্ডার্স ফ্রন্টেরও সদস্য। পুনামকে গ্রেফতার এবং তার শাস্তির দাবী করে মুসলমানেরা জাকার্তায় বিক্ষোভ করেছে।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়ায় পুনাম হচ্ছেন জাকার্তার প্রথম চীনা বংশোদ্ভূত গভর্নর। অর্ধ শতাব্দীর মধ্যে তিনি ইন্দোনেশিয়ার প্রথম খ্রিস্টান গভর্নর। তিনি তার নির্বাচনী বক্তৃতার এক পর্যায়ে বলেন, বিরোধীরা তার বিরুদ্ধে সূরা মায়েদাহ'র ৫১ নম্বর আয়াত ব্যবহার করেছে।
প্রকাশিত ভিডিওয় দেখা গিয়েছে পুনাম সূরা মায়েদাহ'র ৫১ নম্বর আয়াত -" হে ঈমানদারগণ! ইহুদী ও খ্রিস্টানদের অভিভাবক রূপে গ্রহণ কর না; তারা একে অন্যের বন্ধু। আর (স্মরণ রেখ,) তোমাদের মধ্যে যে কেউ তাদের অভিভাবক রূপে গ্রহণ করবে প্রকৃতপক্ষে সে তাদের মধ্য হতেই। নিশ্চয় আল্লাহ অবিচারকদের পথ প্রদর্শন করেন না।"- প্রতি ইঙ্গিত করে জনগণের উদ্দেশ্যে বলেন: 'আপনারা যদি কুরআনের এই আয়াতের অপব্যবহারকারী ও বর্ণবাদী এবং কাপুরুষদের কথা অনুযায়ী আমাকে ভোট না দেন; তাহলে উত্তম হচ্ছে আমাকে ভোট দেয়ার প্রয়োজন নেই।
পুনাম বিচারকার্যের প্রথম আসরে বলেন: আমি যা বলেছি, সেটা কুরআনের তাফসিরকে উদ্দেশ্য করে বলিনি এবং আমার উদ্দেশ্য ইসলাম এবং ধর্মীয় ওলামাগণও নয়। আমি আমার প্রতিদ্বন্দ্বী রাজনীতিবিদদের উদ্দেশ্যে এই বক্তৃতা দিয়েছি। তারা তাদের অন্যায্য ও ভিত্তিহীন কথার মধ্যমে চেষ্টা করছিল জনগণ যেন আমাকে ভোট না দেয়।
১৩ই ডিসেম্বর পুনামের বিচারকার্যের  দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় আসরেও পুনাম কুরআন অবমাননার কথা অস্বীকার করে বলেন: আমি কুরআন ও মুসলমানদের অবমাননা করিনি এবং করবোও না। আমার দায়িত্বের সময়ে মুসলমানদের সেবা করে অতিবাহিত করব।
এই ফাইলটি বিচারকগণ
২৭শে ডিসেম্বর পুনামের আইনজীবীরা চীনা বংশোদ্ভূত রাজনীতিবিদের বিরুদ্ধ আনা অভিযোগ প্রত্যাহার করার আহ্বান জানান। কিন্তু বিচারকগণ পুনামের আইনজীবীদের আহ্বান নাকচ করেন।
পুনামের ইসলাম ধর্ম অবমাননার বিচারকার্যের তৃতীয় আসরে কোন টেলিভিশন সরাসরি সম্প্রচার করেনি এবং শুধুমাত্র বিচারকচরিত বোর্ডের অনুমোদনের মাধ্যমে মিডিয়াসমূহকে এই আসরে শব্দ রেকর্ডিং করার অধিকার দেওয়া হয়েছে।
এদিকে পুলিশ ঘোষণা করেছে, এই শুনানির নিরাপত্তা রক্ষা করার জন্য ২৫০০ কর্মী নিযুক্ত করা হয়েছে।
বলাবাহুল্য, জাকার্তার গভর্নর নির্বাচনে তিন জন প্রার্থীর মধ্যে পুনাম একজন। আগামী মাসে নির্বাচনের ভোট গ্রহণের কথা রয়েছে। তারা প্রতিবন্ধী হিসেবে ইন্দোনেশিয়ার সাবেক রাষ্ট্রপতির পুত্র এবং সাবেক সংস্কৃতি ও শিক্ষা মন্ত্রী নির্বাচনে দাঁড়িয়েছেন।
iqna


captcha