IQNA

আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী;

হযরত খাদিজা (সা. আ.)এর আদর্শে নিষেধাজ্ঞাকে অতিক্রম করবো

16:16 - December 25, 2016
সংবাদ: 2602230
আন্তর্জাতিক ডেস্ক: : মুসলিম জাহানের খ্যাতনামা মনীষী ও বিশিষ্ট মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী বলেছেন, বর্তমানে ইরানের ওপর পশ্চিমা বিশ্ব যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা হযরত খাদিজা (সা. আ.)এর আদর্শ অনুকরণের মাধ্যমে অতিক্রম করবো।

বার্তা সংস্থা ইকনা: হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী বৃহস্পতিবার (২২শে ডিসেম্বর) ইরানের ধর্মীয় নগরী কোমে আল-মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হযরত খাদিজাতুল কোবরা (সা. আ.)জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন: উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কোবরা (সা. আ.)এমনই এক মহীয়সী ও ত্যাগী নারী ছিলেন; যিনি নিজের পাহাড়সম ধন-সম্পদকে আল্লাহর ধর্ম প্রচারে অকাতরে বিসর্জন দিয়েছেন।

তিনি বলেন: মুসলিম সমাজে ইসলামের সর্বপ্রথম নারী হযরত খাদিজার (সা. আ.)অপরিসীম অবদান তুলে ধরতে এ ধরনের সেমিনার ও সম্মেলনের বিশেষ গুরুত্ব রয়েছে। কেননা ইসলাম প্রসার ও প্রসারে এ মহীয়সী নারীর অতুলনীয় অবদান থাকা স্বত্বেও আজকের মুসলিম জাহানের অধিকাংশ মানুষ সে সম্পর্কে অজ্ঞ। এটা আমাদের জন্য লজ্জা ও অপমানের বিষয়।

তিনি বলেন: হযরত খাদিজা (সা. আ.)এমনই এক সময় রাসূলের (সা.) পাশে দাঁড়ান, যখন সবাইকে তাকে মিথ্যা প্রতিপন্ন করছিলো। এত কিছুর পর রাসূলের (সা.) অন্যান্য স্ত্রীর তুলনায় খাদিজা সম্পর্কে মুসলমানরা বেশি উদাসীন।

মুসলিম জাহানের এ শীর্ষ মনীষী ওয়াহাবি ও তাকফিরি সন্ত্রাসীদের অমানবিক কার্যকলাপের তীব্র সমালোচনা করে বলেন: অভিজ্ঞ গবেষক ও বিশ্লেষকদের প্রদত্ত তথ্য-প্রমাণ অনুযায়ী ওয়াহাবি ও তাকফিরি সন্ত্রাসীদের লালনভূমি হচ্ছে সৌদি আরব। তাই সচেতন মুসলিম সমাজের উচিত উগ্রপন্থীদের প্রতি ধিক্কার জ্ঞাপনের পাশাপাশি তাদের পৃষ্ঠপোষকদের স্বরূপ উন্মোচন করা উচিত।

iqna


captcha