IQNA

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ড. রাফিয়ী:

উম্মুল মোমিনিন খাদিজাতুল কোবরা (আ.) অতুলনীয় বৈশিষ্ট্যাবলীর অধিকারী

20:43 - December 23, 2016
সংবাদ: 2602217
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন রাফিয়ী বলেছেন যে, উম্মুল মোমিনিন খাদিজাতুল কোবরা (আ.) অতুলনীয় বৈশিষ্ট্যাবলীর অধিকারী।
উম্মুল মোমিনিন খাদিজাতুল কোবরা (আ.) অতুলনীয় বৈশিষ্ট্যাবলীর অধিকারী
বার্তা সংস্থা ইকনা: হযরত খাদিজাতুল কোবরা (আ.) জাতীয় সম্মেলনের সচিব হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ড. রাফিয়ী আজ বৃহস্পতিবার ২২শে ডিসেম্বর ইরানের ধর্মীয় নগরী কোমে অনুষ্ঠিত এ সম্মেলনে বলেন: গত বছরের ডিসেম্বর মাস থেকে হযরত খাদিজাতুল কোবরা (আ.) জাতীয় সম্মেলনের প্রস্তুতি শুরু হয়। আল মোস্তাফা ইন্টারন্যাশনাল ভার্সিটি ও আস যাহরা (আ.) ভার্সিটির উদ্যোগে এ সম্মেলন আয়োজিত হয়েছে। মুসলিম সমাজে উম্মুল মোমিনিন হযরত খাদিজাতুল কোবরার (আ.) নজিরবিহীন ব্যক্তিত্ব ও ফজিলত তুলে ধরনে এ ধরনের ধর্মীয় সম্মেলনের বিশেষ গুরুত্ব ও তাৎপর্য রয়েছে।
তিনি হযরত খাদিজাতুল কোবরার (আ.) অতুলনীয় বৈশিষ্ট্যাবলীর প্রতি ইশারা করে বলেন: এ মহীয়সী নারী অপরিসীম অতুলনীয় বৈশিষ্ট্যাবলী অধিকারী; মানবেতিহাসে অন্য কোন নারীর ভাগ্যে উক্ত বৈশিষ্ট্যাবলী আদৌ জুটেনি। তিনি রাসূলের (সা.) প্রথম স্ত্রী এবং তিনি জীবিত থাকা অবস্থাতে রাসূল (সা.) অন্য কোন নারীকে জীবন সঙ্গী হিসেবে বেছে নেন নি। তিনি নারীদের মধ্যে সর্বপ্রথম মুসলিম; যিনি রাসূলের (সা.) পৃষ্ঠপোষক ও সাহায্যকারী হিসেবে নজিরবিহীন ভূমিকা রাখেন। ইসলামের প্রাথমিক যুগে এ মহীয়সী নারীর ধন-সম্পদ মুসলমানদের জীবন বাঁচিয়েছিল। তিনি খাতুনে জান্নাত হযরত ফাতেমা যাহরার (আ.) সম্মানিতা জননী।
iqna


captcha