IQNA

মিয়ানমারে মুসলিম গণহত্যা অবসানের আহবানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

1:14 - December 05, 2016
সংবাদ: 2602091
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর বর্বরোচিত গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
মিয়ানমারে মুসলিম গণহত্যা অবসানের আহবানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

বার্তা সংস্থা ইকনা: সেই সঙ্গে তিনি সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমারের সরকারে কঠোর দমন পীড়নের ব্যাপারে দেশটির নেত্রী অং সান সুচি'র নীরবতার নিন্দা জানিয়েছেন।

গতকাল (রোববার) কুয়ালালামপুরে এক বিক্ষোভ মিছিলে অংশ নেন প্রধানমন্ত্রী নাজিব রাজাক। এসময় তিনি মিয়ানমারে মুসলিম গণহত্যাকে এথনিক ক্লিনজিংবা জাতি নির্মূল করে দেওয়া হিসেবে আখ্যায়িত করেছেন।

প্রধানমন্ত্রী নাজিব বিশাল বিক্ষোভ সমাবেশে বলেন, "মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানের ওপর সংঘটিত হত্যাযজ্ঞের ব্যাপারে বিশ্ব অলস বসে থাকতে পারে না।" রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে নির্যাতন বন্ধে জাতিসংঘের পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালত এবং ইসলামী সম্মেলন সংস্থা বা ওআইসির প্রতি আহ্বান জানিয়েছেন নাজিব। সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের কষ্ট এবং দুর্ভোগ লাঘবে কোনো কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় মিয়ানমারের নেত্রী অং সান সু চি কড়া সমালোচনা করেন মালয়েশিয়ার এ নেতা। সু চির নোবেল পাওয়াকে ব্যঙ্গ করে নাজিব রাজাক বলেন, ‘অং সান সু চির নোবেলের কাজ কি? আমরা তাকে বলতে চাই, যথেষ্ট হয়েছে, আমরা অবশ্যই মুসলমান ও ইসলামকে রক্ষা করব।

এদিকে, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে যে সহিংসতা চলছে সেটিকে জাতিগতভাবে নির্মূল করার চেষ্টা বলে অভিহিত করেছে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। গত শনিবার দেয়া এক কড়া বিবৃতিতে মন্ত্রণালয়টি আরো বলেছে, মুসলমানদের বেছে বেছে হত্যা কিংবা নির্যাতন করে সরিয়ে দেওয়া হচ্ছে।

iqna


captcha