IQNA

কানাডা’র ইসলামি কেন্দ্রে হামলা

8:53 - October 28, 2016
সংবাদ: 2601844
আন্তর্জাতিক ডেস্ক: কানাডার কিউবেক প্রদেশের একটি ইসলামি কেন্দ্রে হামলা ও ভাংচুর করেছে ইসলাম বিদ্বেষীরা।

Dünya Bülteni এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: গত ২৬ অক্টোবর কানাডার কিউবেক প্রদেশে একটি ইসলামি কেন্দ্র ইসলাম বিদ্বেষীরা এ হামলা চালায়।

ইসলাম বিদ্বেষীরা ঐ কেন্দ্রে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুরের পাশাপাশি ইসলামি বই ছিঁড়ে ফেলে এবং ফুলের টবগুলোকে ভেঙ্গে রেখে যায়।

জুমআ ও ঈদের নামায আদায়সহ মুসলমানদের সাপ্তাহিক বৈঠকের জন্য ব্যবহৃত হত কেন্দ্রটি।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সাথি জড়িতদের আটকের লক্ষ্যে তদন্ত অব্যাহত রেখেছে কুইবেক পুলিশ।

প্রসঙ্গত, কানাডায় ইসলামভীতি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দেশটির বিভিন্ন মসজিদ ও ধর্মীয় কেন্দ্রে হামলার ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। কিছুদিন আগেও আলবার্টা প্রদেশের ক্যালগ্যারি শহরের রাঞ্চল্যান্ডস এলাকার মসজিদ ইসলাম বিদ্বেষীদের হামলার শিকার হয়। হামলাকারীরা মসজিদে প্রবেশের দরজার কাঁচ ভেঙ্গে দিয়ে যায়।#3541186


captcha