IQNA

স্বাস্থ্যবিধি পালন করে রামি আল জামারাত + ভিডিও

0:02 - August 02, 2020
সংবাদ: 2611249
তেহরান (ইকনা): রামি আল জামারাত (শয়তানকে পাথর নিক্ষেপ বলেও পরিচিত) ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম হজের একটি অংশ।

হাজিরা মক্কার পূর্ব দিকে অবস্থিত মিনায় তিনটি দেয়ালে (জামারাত নামে পরিচিত, ইতিপূর্বে এগুলো স্তম্ভ আকারের ছিল) পাথর নিক্ষেপ করেন। এটি হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

সকল হাজিরা ৩১শে জুলাই ফজরের নামাজের পর মিনায় উপস্থিত হয়ে রামি আল জামারাত অর্থাৎ শয়তানকে পাথর নিক্ষেপ করেন। এসময় তারা স্বাস্থ্যবিধি পালন করে বিশেষ করে সামাজিক দূরত্ব পালন করে জীবাণুমুক্ত পাথর শয়তানকে নিক্ষেপ করেন। iqna

 

captcha