IQNA

ইয়েমেনী সশস্ত্র বাহিনীর মুখপাত্র:

সৌদি আরবে ইয়েমেনের ব্যাপক ড্রোন হামলা

22:07 - July 03, 2020
সংবাদ: 2611074
তেহরান (ইকনা): ইয়েমেনী সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, ইয়েমেনের বিমানবাহিনী “কাসেফ 2 K " ড্রোন ব্যবহার করে সৌদি আরবের অভ্যন্তরে ব্যাপক আকারে হামলা চালিয়েছে। সৌদি আরবের খামিস মাশিত এলাকার “কিং খালিদ” বিমানঘাঁটি এবং নাজরানের বিমানবন্দরে এই হামলা চালানো হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আজ তার নিজস্ব টুইটার পেজে লিখেছেন: ইয়েমেনের সেনাবাহিনীর ড্রোন ইউনিট আজ দুপুরে বেশ কয়েকটি “কাসেফ 2 K " ড্রোন ব্যবহার করে সৌদি আরবের অভ্যন্তরে ব্যাপক আকারে হামলা চালিয়েছে।

ইয়াহিয়া সারি গুরুত্বারোপ করে বলেন: এই হামলা নাজরানের বিমানবন্দর এবং খামিস মুশাইতে “কিং খালিদ” বিমানঘাঁটিতে অত্যন্ত নিখুঁতভাবে চালানো হয়েছে।

তিনি বলেন, অভিযানটি নাজরান বিমানবন্দর এবং খামিস মুশাইতে কিং খালিদ বিমান ঘাঁটির অস্ত্র ডিপোতে ছাড়াও আরও কিছু অবস্থানে চালানো হয়েছে। iqna

captcha