IQNA

৭৪ দিন পর খুলে দেওয়া হলো মসজিদে নববী + ছবি ও ভিডিও

19:54 - May 31, 2020
সংবাদ: 2610881
তেহরান (ইকনা): করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মসজিদে নববী টানা ৭৪ দিন বন্ধ থাকার পর সৌদি কর্তৃপক্ষ আজ এই মসজিদের দরজা মুসল্লিদের জন্য খুলে দিয়েছে।

মসজিদে নববী (সা.)এর মুতাওয়ালী টুইটার পেজে এই মসজিদ খোলার ভিডিও ও ছবি প্রকাশ করেছেন।

গত শুক্রবার, সৌদি আরবের হারামাইন শরিফাইনের মুতাওয়ালী ঘোষণা করেছেন যে, সৌদি আরবের বাদশাহ সালমানের সম্মতির পরে মসজিদে নববী (সা.) পুনরায় মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, সৌদি আরবে করোনার সংক্রমণ বিস্তার রোধের জন্য ২০২০ সালের ১৯শে মার্চ থেকে মুসল্লিদের জন্য হারামইন শরিফাইন বন্ধ করে দেওয়া হয়েছিল। এজন্য ওমরাহ হজও স্থগিত করা হয়েছে। iqna

 

 
 
 
 
captcha