IQNA

উইঘুর মুসলমানদের সংস্কৃতি ধ্বংসের চেষ্টা করছে চীন

7:26 - July 08, 2019
সংবাদ: 2608856
রাজনৈতিক ও সামাজিক ডেস্কঃ চীনের উইঘুর সম্প্রদায়ের এক মানবাধিকার কর্মী, উইঘুর মুসলমানদের ইসলামি সংস্কৃতি ধ্বংসের লক্ষ্যে চীন সরকারের সর্বাত্মক চেষ্টার সমালোচনা করে বলেছেন: সংখ্যালঘু এ মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও জাতিগত স্বকীয়তা ধ্বংসে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে চীন সরকার।

ডেইলি সাবাহে’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইস্ট টার্কিস্তান সংস্থার প্রধান সিত ‘তুমতুর্ক’  সিয়ান কিয়াং প্রদেশের উরুমচি শহরে বিদ্রোহের ১০ বর্ষপূর্তী অনুষ্ঠানে বলেন: ইস্ট টার্কিস্তানের শরণার্থী শিবিরগুলোতে কয়েক মিলিয়ন উইঘুর মুসলমানকে আটকে রেখেছে সরকার।

তার ভাষ্যমতে, সংখ্যালঘু এ মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও জাতিগত স্বকীয়তা ধ্বংসে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে চীন।

২০০৯ সালে দেশের সিন কিয়াং প্রদেশের রাজধানী উরুমচি’তে রক্তক্ষয়ী বিদ্রোহের ঘটনায় শত শত উইঘুর মুসলিম নিহত এবং বহু লোক আহত হয়।

চীন সরকার, উইঘুর বর্ণমালা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা, মসজিদ ও ঐতিহাসিক স্থাপনা ধ্বংসসহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে উইঘুর সম্প্রদায়ের সংস্কৃতি ও স্বকীয়তা ধ্বংসের পায়তারা করছে বলে তিনি জানান।

প্রায় ১ কোটি উইঘুর মুসলিম চীনের সিন কিয়াং অঞ্চলে বসবাস করে। যারা বহুবছর যাবত চীন সরকারকে সাংস্কৃতিক, সাম্প্রদায়িক ও অর্থনৈতিক বৈষম্যতার অভিযোগে অভিযুক্ত করে আসছে।

জাতিসংঘের কর্মকর্তাদের রিপোর্ট অনুযায়ী প্রায় ১০ লক্ষ মুসলমান সিন কিয়াং প্রদেশের ‘রাজনৈতিক-প্রশিক্ষণ’ শিবির নামক নেটওয়ার্কের গ্যাঁড়াকলে আটক আছে।#3825031

 

captcha