IQNA

ফিলিস্তিনের সমর্থনে ইরাকী পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

20:07 - July 07, 2019
সংবাদ: 2608848
আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে অস্বীকৃতি জানানোর পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ডে তেল আবিব সরকারের অবৈধ দখল দারিত্বের বিরুদ্ধে নিজের অবস্থান পুর্নব্যক্ত করেছে ইরাক।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: গতকাল (শনিবার) এক বিবৃতিতে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ আল-শাহাফ বলেন, "আমরা নিশ্চিত করতে চাই যে ফিলিস্তিন ইস্যুতে আমাদের যে মৌলিক নীতি ছিল তা আগের মতোই আছে এবং ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের দখল দারিত্ব প্রত্যাখান করে আসার বিষয়ে আমাদের ঐতিহাসিক অবস্থানের কোনো পরিবর্তন ঘটেনি।"       

বিবৃতিতে আরো বলা হয়েছে, "তেল আবিব সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যেকোনো প্রক্রিয়া বাগদাদ প্রত্যাখ্যান করছে এবং ইসরাইলকে বয়কট করার মৌলিক নীতি বিষয়ে ইরাক প্রতিশ্রুতিব্ধ।" বাগদাদ এবং তেল আবিবের মধ্যে সম্ভাব্য সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে আমেরিকায় নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত ফারিদ ইয়াসেনের একটি  ইঙ্গিতপূর্ণ বক্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশিত  হওয়ার  পর ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে অবস্থান পরিষ্কার করা হলো।  iqna

captcha