IQNA

নিউজিল্যান্ডের সরকারি ওয়েবসাইট থেকে ইসরাইলের মানচিত্র মুছে ফেলে হয়েছে

21:43 - June 19, 2019
সংবাদ: 2608757
আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের অভিবাসী বিষয় ওয়েবসাইটে মানচিত্র প্রকাশ করেছে। প্রকাশিত মানচিত্রে ইসরাইলের মানচিত্র মুছে ফেলে ফিলিস্তিনের নাম প্রতিস্থাপন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: নিউজিল্যান্ডের সরকারি ওয়েবসাইট এই মানচিত্রটি সেদেশে ফিলিস্তিনি অভিবাসনের নথি প্রকাশের জন্য প্রকাশ করেছে। এতে নীল রং দিয়ে ফিলিস্তিনের মানচিত্র দেখানো হয়েছে এবং এই দেশের নামও উল্লেখ করা হয়েছে।

নিউজিল্যান্ডের এই পদক্ষেপের জন্য ইহুদিবাদী ইসরাইলে আপত্তি জানিয়ে নিউজিল্যান্ডের ইমিগ্রেশন মন্ত্রীকে এই বিষয়ে তদন্ত করার আহ্বান জানিয়েছে।

এই মানচিত্রে ফিলিস্তিনের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমকে দেখানো হয়েছে। এছাড়াও এতে নিউজিল্যান্ডে ফিলিস্তিনি অভিবাসী সম্পর্কে তথ্য রয়েছে।  iqna

 

 

 

captcha