IQNA

আরও একটি ন৪২তুন ভাষায় পবিত্র কুরআনের অনুবাদ প্রকাশ

22:05 - May 27, 2019
সংবাদ: 2608619
আন্তর্জাতিক ডেস্ক: ইথিওপিয়ার কিছু এলাকার প্রচলিত আমহারিক ভাষায় পবিত্র কুরআনের অনুদিত পাণ্ডুলিপি প্রকাশিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: তুরস্কের ধর্মীয় সংস্থার পক্ষ থেকে পবিত্র কুরআনের অনুদিত এই পাণ্ডুলিপি প্রকাশিত হয়েছে। খুব শীঘ্রই ইথিওপিয়ার আমহারিক ভাষীদের মাঝে অনুদিত ১৫ হাজার পাণ্ডুলিপি বিতরণ করা হবে।

ইথিওপিয়ায় অবস্থিত তুরস্কের ধর্মীয় উপদেষ্টা বলেছেন: পবিত্র রমজান মাসে ইথিওপিয়ার আমহারিক ভাষীদের মধ্যে অনুদিত ৬ হাজার পাণ্ডুলিপি বিতরণ করা হবে।

তুরস্কের ধর্মীয় সংস্থার পক্ষ থেকে এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন ভাষায় কুরআন অনুবাদ করা হয়েছে এবং ৬৭টি দেশের মুসলমানদের মাঝে বিতরণ করা হয়েছে।

ইথিওপিয়ার সেন্ট্রাল নর্থের প্রচলিত সামি ভাষার একটি অংশ হচ্ছে আমহারিক ভাষা।  iqna

 

 

captcha